ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

আজ ঢাকায় কর্মসূচির ভিড়

২০২৫ অক্টোবর ১২ ০৮:৩৮:০৪

আজ ঢাকায় কর্মসূচির ভিড়

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রবিবার (১২ অক্টোবর) নানা কর্মসূচিতে ব্যস্ত দিন কাটবে রাজনীতি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর। দিনের শুরুতেই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠন আয়োজন করেছে সভা, স্মরণ অনুষ্ঠান ও উদ্বোধনী কার্যক্রম।

নিচে এক নজরে দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো—

স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচিসকাল ৯টায় আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে শুরু হচ্ছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচিএকই সময়ে সকাল ৯টায় রেসিডেন্সিয়াল মডেল কলেজে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচিসকাল ১০টায় ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক মরহুম সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতে ইসলামীর কর্মসূচিসকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে। ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের’ অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হবে। এতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এবং কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতারা।

স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচিবিকাল ৩টায় ওসমানী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত