ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
প্রেফারেন্স শেয়ার ইস্যুতে পুনরায় প্রিমিয়ার সিমেন্টের আবেদন

মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি প্রেফারেন্স শেয়ার ইস্যু করার মাধ্যমে ১৬১ কোটি টাকা সংগ্রহের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কাছে নতুন করে আবেদন করেছে। কোম্পানিটি উচ্চ-নিট-সম্পদধারী ব্যক্তি, বাণিজ্যিক ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এই শেয়ার ইস্যু করার মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন চেয়েছে।
চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে বিএসইসি প্রথম দফায় প্রিমিয়ার সিমেন্টের এই অর্থ উত্তোলনের পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছিল। কমিশনের যুক্তি ছিল, প্রেফারেন্স শেয়ার ইস্যু করার জন্য কোম্পানিটির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে প্রয়োজনীয় বিধান নেই।
প্রিমিয়ার সিমেন্ট মিলসের কোম্পানি সচিব কাজী মো. শফিকুর রহমান গণমাধ্যমকে পুনঃআবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, "আমরা উচ্চ সুদের ব্যাংক ঋণ পরিশোধের জন্য অর্থ সংগ্রহের অনুমোদন চেয়ে নতুন করে আবেদন জমা দিয়েছি।"
নিয়মিতভাবে ১০ শতাংশের বেশি ডিভিডেন্ড দেওয়া এবং 'এ' ক্যাটাগরির তালিকাভুক্ত এই কোম্পানিটির পুনঃআবেদনের পর কমিশন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর কাছে মতামত চেয়েছে। গত ৫ অক্টোবর জারি করা এক চিঠিতে বিএসইসি দেশের এই প্রধান শেয়ারবাজারকে প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ার ইস্যু করার বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে তাদের মতামত দিতে নির্দেশ দিয়েছে।
প্রায় এক বছর আগে, গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি ১৬১ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা প্রকাশ করেছিল। এই অর্থ সম্পূর্ণরূপে রিডিমেবল (ফেরতযোগ্য), নন-কনভার্টেবল, নন-পার্টিসিপেটিং কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করার কথা ছিল।
এই শেয়ার ইস্যুর মূল উদ্দেশ্য হলো ব্যালেন্স শিট পুনর্গঠন এবং বিদ্যমান উচ্চ-সুদের ঋণগুলো অগ্রিম পরিশোধ করা।
কোম্পানিটি ৫ বছর মেয়াদী প্রতিটি ৫০ লক্ষ টাকা অভিহিত মূল্যের ৩২২টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রস্তাব করেছিল যে ডিভিডেন্ড অর্ধ-বার্ষিক ভিত্তিতে বকেয়া পরিশোধ করা হবে।
গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজার পরিস্থিতি সাপেক্ষে, বিনিয়োগকারী এবং কোম্পানি উভয়ই ১২, ৩০ এবং ৪২তম মাসের শেষে ডিভিডেন্ডের হার পুনর্বিবেচনা করতে পারবে। এই হার তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলোর ছয় মাসের বেশি এবং এক বছরের কম সময়ের আমানতের গড় সুদের হারের সঙ্গে ১.৫ শতাংশ অতিরিক্ত যোগ করে নির্ধারিত হবে।
যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে তফসিলি স্থানীয় বাণিজ্যিক ব্যাংক (১০০% শরিয়াহ-ভিত্তিক ব্যাংক ছাড়া), কর্পোরেট প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), উচ্চ-নিট-সম্পদধারী ব্যক্তি (কোম্পানির উদ্যোক্তা এবং পরিচালক সহ), এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।
কাজী মো. শফিকুর রহমান এই পরিকল্পনার যৌক্তিকতা ব্যাখ্যা করে বলেন, "ব্যাংক ঋণের সুদের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ কারণেই কোম্পানি প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে যাচ্ছে। স্থানীয় ব্যাংক থেকে ঋণের সুদের হার এখন ১৩ শতাংশের বেশি। বিদ্যমান ঋণের একটি অংশ পরিশোধ করতে পারলে সুদের খরচ কমবে।"
প্রিমিয়ার সিমেন্টের আর্থিক তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে তাদের রাজস্ব আন্তঃ-বছরীয়ভাবে ১২.৫৯ শতাংশ কমেছে এবং নিট মুনাফা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৭ শতাংশ হ্রাস পেয়েছে।
জুলাই থেকে মার্চ পর্যন্ত এই সময়ে কোম্পানির রাজস্ব কমে হয়েছে ১ হাজার ৭৮৫.৯ কোটি টাকা, আর নিট মুনাফা হয়েছে মাত্র ৭ কোটি ১৬ লাখ টাকা।
কোম্পানিটি জানিয়েছে, ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকে অর্থায়ন খরচ (Finance Cost) বেড়ে যাওয়ার কারণে নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে কমেছে।
২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদী ঋণ ছিল ৫২ কোটি টাকা এবং স্বল্পমেয়াদী ঋণ ছিল ১ হাজার ৬১৩ কোটি টাকা। এ ছাড়া পরিচালকদের কাছে কোম্পানির ২৪ কোটি টাকা বকেয়া ছিল। এই সময়ে অর্থায়ন খরচ বেড়ে হয়েছে ১৪৫ কোটি টাকা (যা এক বছর আগে ছিল ১০৮ কোটি টাকা), মূলত উচ্চ সুদের হারের কারণে।
প্রিমিয়ার সিমেন্ট এর আগেও একবার ২০১৯ সালে একই ধরনের অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিল। তখন তারা প্রতিটি ২৫ লক্ষ টাকা মূল্যের ১ হাজার ২৪৩টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করে ৩১০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। কিন্তু সেই দফায় মাত্র ১৫১ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছিল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা