ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
ট্রাম্পের ফোন কলে হামাসের আস্থা, জিম্মি মুক্তির পথ সুগম
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আচরণে সম্প্রতি একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। একসময় তারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বর্ণবাদী’ ও ‘সংঘাতমূলক’ হিসেবে বিবেচনা করলেও, গত মাসের একটি ফোন কলের পর ট্রাম্পের ওপর আস্থা তৈরি হয়েছে। হামাসের ধারণা, ট্রাম্প যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়ার পরও ইসরায়েলকে নতুন কোনো যুদ্ধ শুরু করতে দেবেন না।
বার্তাসংস্থা রয়টার্সকে শনিবার ফিলিস্তিনি দুই সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফোন কলে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী। কাতারের রাজধানী দোহায় হামাসের নেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু ক্ষমা চান। এই ঘটনার পর ট্রাম্পকে হামাসকে নেতৃত্বের ভূমিকা রাখার উপযুক্ত ব্যক্তি হিসেবে ধরা শুরু হয়।
ফিলিস্তিনি সূত্রের মতে, ট্রাম্পের বিশ্বাসযোগ্যতায় হামাস যুদ্ধে অংশ নেওয়া বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। যুদ্ধবিরতি অনুযায়ী, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার না করলেও হামাস তাদের মূল ‘সম্পদ’ ছেড়ে দিয়েছে, যাদের মাধ্যমে তারা গত দুই বছর ধরে হাজার হাজার বন্দিকে মুক্ত করতে চেষ্টা করেছে।
যুদ্ধবিরতির বিষয়ে হামাসের নেতারা জানেন, এটি ঝুঁকিপূর্ণ। তবে ট্রাম্পের সম্পৃক্ততায় তারা আশ্বস্ত হয়েছেন যে, যুদ্ধ পুনরায় শুরু হবে না। মিসরে আলোচনা চলাকালীন ট্রাম্পের প্রতিনিধি পূর্ণ নিশ্চয়তা দেন, ফলে হামাস তাদের মূল শর্ত ছাড়াই চুক্তিতে স্বাক্ষর করেছে।
রয়টার্স জানায়, ট্রাম্প নিজে এই আলোচনায় তিনবার ফোন করেন। তার সঙ্গে ছিলেন স্টিভ উইটকোফ ও জামাতা জার্ড ক্রুসনার। যদিও সব ২০ দফার প্রস্তাব বাস্তবায়িত হবে না, তবু নেতানিয়াহুকে কাতারের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধ বন্ধে ভূমিকা রাখায় হামাসের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি