ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
ধর্ম অবমাননা রোধে হিন্দু যুব মহাজোটের চার দফা দাবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট দেশের সব ধর্মীয় জনগোষ্ঠীর জন্য সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে চার দফা দাবি তুলে ধরেছে। সংগঠনটির নেতারা শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশজুড়ে ধর্ম অবমাননা প্রতিরোধে সুস্পষ্ট আইন প্রণয়ন ও সমান বিচার প্রক্রিয়া চালুর আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সব ধর্মের অবমাননার ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ, ধর্ম অবমাননার অজুহাতে সাম্প্রদায়িক হামলার শাস্তি, অতীত ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের শাস্তি এবং মিথ্যা ধর্ম অবমাননার মামলায় নির্দোষদের মুক্তি নিশ্চিত করা হোক।
সংগঠন নেতা প্রদীপ কান্তি দে বলেন, সাম্প্রদায়িক হামলা ও ধর্ম অবমাননার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি। তিনি হাইলাইট করেন, অনলাইনে ধর্মীয় কটুক্তি থেকে শুরু করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির-প্রতিমা ভাঙচুর ইত্যাদি প্রতিটি ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
অন্তর্বর্তী সরকারের নিকট চারটি মূল দাবি - ১। সব ধর্মীয় অবমাননার ঘটনায় সমান আইন ও নির্দিষ্ট শাস্তির ব্যবস্থা করা হোক।
২। ধর্ম অবমাননার অজুহাতে কেউ সাম্প্রদায়িক হিংসা বা আক্রমণ করলে তাদের বিরুদ্ধে কড়া শাস্তির বিধান থাকবে।
৩। পূর্বে ধর্ম অবমাননার নাম করে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে ঘটানো হামলার ঘটনাগুলোকে সুষ্ঠু ও স্বতন্ত্রভাবে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
৪। অতীতে যাদের বিরুদ্ধে কথিত ধর্ম অবমাননার ভ্রান্ত অভিযোগে মামলা হয়েছে এবং যারা নির্দোষ প্রমাণিত হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেশ নাহা, সাবেক সভাপতি সজীব বৈদ্য, ঢাকা মহানগর হিন্দু যুব মহাজোটসহ ছাত্র ও যুব মহাজোটের নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা