ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

অবশেষে গাজায় যুদ্ধবিরতি, শনিবার থেকে কার্যকর হবে

২০২৫ অক্টোবর ১০ ১৩:১৯:৫৩

অবশেষে গাজায় যুদ্ধবিরতি, শনিবার থেকে কার্যকর হবে

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় অবশেষে যুদ্ধবিরতির আলো দেখা যাচ্ছে। দীর্ঘ সংঘাত ও রক্তপাতের পর শনিবার ভোর থেকে কার্যকর হতে যাচ্ছে ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতি চুক্তি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সরকার চুক্তি অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকে এটি কার্যকর হবে। এতে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

খবরে আরও বলা হয়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়া হবে।

এদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ উঠলেও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থতায় সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে, হামাসের নির্বাসিত গাজাপ্রধান খালিল আল-হাইয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের কাছ থেকে তাঁরা নিশ্চিত হয়েছেন যে যুদ্ধ অবসানের পথে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত