ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করলো ইসরায়েল

২০২৫ অক্টোবর ১০ ১০:৪৬:২৪

যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন করলো ইসরায়েল

আন্তরর্জাতিক ডেস্ক: ইসরায়েল সরকার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় চলমান সংঘাতের সমাপ্তি ঘটাতে হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে, পার্লামেন্টের ভোটের পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে গাজায় আটক ৪৮ জন ইসরায়েলি বন্দির মধ্যে অন্তত ২০ জনকে জীবিত অবস্থায় মুক্তি দেওয়া হবে।

নেতানিয়াহুর কার্যালয় জানায়, সরকার সব জিম্মির মুক্তির কাঠামোতে সম্মতি দিয়েছে, যা জীবিত ও মৃত উভয় পরিস্থিতিকে অন্তর্ভুক্ত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে এই চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইসরায়েলকে নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত সেনা প্রত্যাহার করতে হবে।

ইসরায়েলি মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানান, বন্দি বিনিময়ের অংশ হিসেবে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই। তবে সেনা প্রত্যাহারের পরও গাজার অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন, গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি সোমবার বা মঙ্গলবার হতে পারে এবং তিনি নিজে মিশরে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ট্রাম্প আরও জানান, দ্বিতীয় ধাপের অংশ হিসেবে হামাসকে নিরস্ত্র করা এবং ইসরায়েলি বাহিনীর আরও কিছু এলাকা থেকে সরানো অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার জন্য স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত