ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
শিক্ষাবৃত্তি দিচ্ছে তিন ব্যাংক, আবেদন করবেন যেভাবে
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: বাংলাদেশের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো। তবে সাম্প্রতিক সময়ে এই উদ্যোগে সংকোচন দেখা দিয়েছে। বর্তমানে মাত্র তিনটি ব্যাংক নিয়মিতভাবে শিক্ষাবৃত্তি প্রদান করছে, যেখানে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এবং বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) অন্তর্ভুক্ত।
সোনালী ব্যাংক লিমিটেড: দীর্ঘদিন ধরে ‘সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি’ নামে বৃত্তি কর্মসূচি পরিচালনা করছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিবছর আবেদন নেওয়া হয়। প্রাথমিক বাছাই ও আর্থিক ও একাডেমিক যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। প্রতি বছর এইচএসসি পড়ুয়া ৫০০ ও স্নাতক পর্যায়ের ৩৫০ শিক্ষার্থীকে এককালীন ১০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
যেসব কাগজপত্র প্রয়োজন
সোনালী ব্যাংকে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীদেরকে নিম্নবর্ণিত কাগজপত্র সরবরাহ করতে হবে-
১. প্রাথমিক বাছাইয়ে মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্টকৃত অনলাইন আবেদন ফরম(শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলমোহরযুক্ত সুপারিশসহ)
২. বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক প্রদত্ত অধ্যয়ন সনদ
৩. একাডেমিক ট্রান্সক্রীপ্ট, সনদ এবং নাগরিকত্ব সনদ এর সত্যায়িত কপি
৪. জন্ম নিবন্ধন সনদ/এনআইডি এর সত্যায়িত কপি
৫. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র (অভিভাবকের পেশা এবং মাসিক আয় উল্লেখ থাকতে হবে) ও চাকুরীরত অভিভাবকদের পদবী ও বেতন স্কেল উল্লেখসহ সংশ্লিষ্ট অফিস প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র
৬. বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ
৭. প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/জেলা সমাজসেবা কার্যালয়/ উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি
৮. ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ/প্রত্যয়নপত্র এবং
৯. তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ/প্রত্যয়নপত্র ।
শিক্ষাবৃত্তির বিষয়ে সর্বশেষ আপডেট জানতে ক্লিক করুন।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড: ‘শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’ প্রতিবছর ৪৫০-৫০০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করে। এই ব্যাংক শিক্ষাবৃত্তি ছাড়াও স্কুলের অবকাঠামো সংস্কার, ব্যায়ামাগার নির্মাণে সহায়তা করে। নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক বৃত্তি সহ বই ও পোশাক ক্রয় বাবদ এককালীন অর্থ সহায়তা পান।
যোগ্যতা-
শহরের শিক্ষাপ্রতিষ্ঠান: বিজ্ঞান বিভাগ GPA 5.0, অন্য বিভাগ GPA 4.8। শহরের বাইরে: বিজ্ঞান GPA 4.8, অন্য বিভাগ GPA 4.5
যেসব কাগজপত্র প্রয়োজন
১. আবেদনকারীর ৩ কপি এবং পিতা/মাতা অথবা অভিভাবকের ১ কপি সদ্য তোলা ছবি যথাস্থানে সঠিকভাবে সংযুক্ত করতে হবে।
২. এসএসসি ও এইচএসসি পাশের ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের সত্যায়িত ফটোকপি।
৩. এসএসসি ও এইচএসসি পাশের টেস্টমোনিয়াল-এর সত্যায়িত ফটোকপি।
৪. এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি।
৫. ছাত্র/ ছাত্রীর বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড/প্রত্যয়নপত্র এবং ভর্তির রশিদের সত্যায়িত ফটোকপি।
৬. ছাত্র/ছাত্রীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৭. ছাত্র/ ছাত্রীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
৮. ছাত্র-ছাত্রীর পিতা, মাতা অথবা অভিভাবক চাকুরীরত থাকলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য ক্ষেত্রে ওয়ার্ড কমিশনার/ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদের মূলকপি।
৯. পিতা/মাতা মৃত হলে মৃত্যুসনদের সত্যায়িত ফটোকপি।১০. সব শিক্ষার্থীর যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর এবং ই-মেইল ফরম-এ উল্লেখিত ঘরে নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে।
শিক্ষাবৃত্তির বিষয়ে সর্বশেষ আপডেট জানতে ক্লিক করুন।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড: দেশের গ্রামীণ ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। শিক্ষার্থীদের মাসিক বৃত্তি ছাড়াও বই, পোশাক ও অন্যান্য শিক্ষা উপকরণের জন্য বার্ষিক সহায়তা দেওয়া হয়।
প্রয়োজনীয় কাগজপত্র: HSC/সমমান নম্বরপত্র, প্রশংসাপত্র, ভর্তি সংক্রান্ত প্রমাণপত্র।
নির্দেশনা ও সতর্কতা-
আবেদনকারীর পিতা-মাতার বা অভিভাবকের বার্ষিক আয় দুই লাখ টাকার ঊর্ধ্বে হলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
কোনো তথ্য ভ্রান্ত বা অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল হবে।
ইতিপূর্বে অন্য ব্যাংক থেকে বৃত্তি প্রাপ্ত হলে আবেদন বাতিল হবে।
শিক্ষাখাতে সিএসআর ব্যয়ের যথাযথ মনিটরিং নিশ্চিত করতে ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদারকি করতে হবে।
একসময় শিক্ষাবৃত্তি প্রদানকারী কিছু ব্যাংক যেমন আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, এবি ব্যাংক ও অন্যান্য আজ কার্যক্রম স্থগিত রেখেছে। বিশেষ করে কোভিড-১৯ পরবর্তী সময় এবং ব্যাংকগুলোর অস্থিরতা, লোকসান ও মুনাফার কমতি সিএসআর খাতে ব্যয় কমানোর মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।
শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা খাতে সিএসআর ব্যয় কমানো শিক্ষার প্রতি উদাসীনতার পরিচায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেন, “নির্ধারিত অর্থ ঠিক জায়গায় না খরচ করা মানে শিক্ষার প্রতি অবহেলা। মনিটরিং ও জোরালো তদারকির মাধ্যমে শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ নিশ্চিত করতে হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির