ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির
সরকার ফারাবী: সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পে দেশজুড়ে দুশ্চিন্তা বাড়লেও বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। সংস্থাটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক বেশিরভাগ কম্পনই মূল ভূমিকম্পের পরবর্তী প্রতিক্রিয়া বা ‘আফটার শক’, যা শক্তি নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়া। তার মতে, এ ধরনের ছোট কম্পন আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অনুভূত হতে পারে।
তিনি বলেন, “আমাদের মূল্যায়নে বড় কোনো ভূমিকম্পের সম্ভাবনা আপাতত নেই। পরশুর কম্পনটিকেই আমরা মেইন শক হিসেবে ধরেছি। যেভাবে মূল ভূমিকম্পের আগে ছোট ‘প্রি-শক’ হয়, তেমনি পরে ‘আফটার শক’ হওয়াটাও স্বাভাবিক।”
একাধিক এলাকায় কম্পন অনুভূত হওয়ায় নরসিংদী ও ঢাকার বাড্ডার মতো জায়গায় লোকজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে গুজব “দুই ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প আসছে”; যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।
এ বিষয়ে কঠোর ভাষায় সতর্ক করেন বিএমডির পরিচালক। তিনি স্পষ্ট করে বলেন, “ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় বা ঘণ্টা–দুই ঘণ্টার পূর্বাভাস দেওয়া বিশ্বের কারও পক্ষেই সম্ভব নয়। এসব সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। আমরা বারবার বলেছি ভূমিকম্প সংক্রান্ত যেকোনো তথ্যের একমাত্র সরকারি উৎস হলো আবহাওয়া অধিদপ্তর। এখন যে কম্পনগুলো হচ্ছে, সেগুলো কেবল আফটার শক, এবং এগুলো মেইন শকের তুলনায় ছোটই হবে।”
বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান নিয়েও ব্যাখ্যা দেন তিনি। তার ভাষায়, দেশটি তিনটি সক্রিয় টেকটোনিক প্লেট ইউরেশিয়ান প্লেট, ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলে অবস্থান করায় ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে। সাম্প্রতিক কম্পনগুলো প্রধান ফল্ট লাইনের কোনো সাব-ফল্ট থেকেও হতে পারে বলে তিনি জানান।
সাধারণ মানুষকে আশ্বস্ত করে মমিনুল ইসলাম বলেন, “৫.৭ মাত্রার মূল কম্পনটি আমাদের ভূখণ্ড ধারণ করেছে। ফলে ৩ থেকে ৪ মাত্রার আফটার শকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচরাচর ৭২ ঘণ্টার মধ্যেই এগুলো থেমে যায়।”
তিনি সবাইকে গুজবে কান না দিয়ে কেবল আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসরণ করার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- সিলেট বনাম চট্টগ্রামের খেলা চলছে: ম্যাচটি সরাসরি দেখুন( LIVE)
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, প্রথম হলেন যারা
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি