ঢাকা, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির

২০২৫ নভেম্বর ২৩ ২৩:৫১:৫৬

বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির

সরকার ফারাবী: সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পে দেশজুড়ে দুশ্চিন্তা বাড়লেও বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। সংস্থাটির পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক বেশিরভাগ কম্পনই মূল ভূমিকম্পের পরবর্তী প্রতিক্রিয়া বা ‘আফটার শক’, যা শক্তি নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়া। তার মতে, এ ধরনের ছোট কম্পন আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অনুভূত হতে পারে।

তিনি বলেন, “আমাদের মূল্যায়নে বড় কোনো ভূমিকম্পের সম্ভাবনা আপাতত নেই। পরশুর কম্পনটিকেই আমরা মেইন শক হিসেবে ধরেছি। যেভাবে মূল ভূমিকম্পের আগে ছোট ‘প্রি-শক’ হয়, তেমনি পরে ‘আফটার শক’ হওয়াটাও স্বাভাবিক।”

একাধিক এলাকায় কম্পন অনুভূত হওয়ায় নরসিংদী ও ঢাকার বাড্ডার মতো জায়গায় লোকজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে গুজব “দুই ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প আসছে”; যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে।

এ বিষয়ে কঠোর ভাষায় সতর্ক করেন বিএমডির পরিচালক। তিনি স্পষ্ট করে বলেন, “ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় বা ঘণ্টা–দুই ঘণ্টার পূর্বাভাস দেওয়া বিশ্বের কারও পক্ষেই সম্ভব নয়। এসব সম্পূর্ণ ভিত্তিহীন গুজব। আমরা বারবার বলেছি ভূমিকম্প সংক্রান্ত যেকোনো তথ্যের একমাত্র সরকারি উৎস হলো আবহাওয়া অধিদপ্তর। এখন যে কম্পনগুলো হচ্ছে, সেগুলো কেবল আফটার শক, এবং এগুলো মেইন শকের তুলনায় ছোটই হবে।”

বাংলাদেশের ভূতাত্ত্বিক অবস্থান নিয়েও ব্যাখ্যা দেন তিনি। তার ভাষায়, দেশটি তিনটি সক্রিয় টেকটোনিক প্লেট ইউরেশিয়ান প্লেট, ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট এবং বার্মা মাইক্রোপ্লেটের সংযোগস্থলে অবস্থান করায় ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই থাকে। সাম্প্রতিক কম্পনগুলো প্রধান ফল্ট লাইনের কোনো সাব-ফল্ট থেকেও হতে পারে বলে তিনি জানান।

সাধারণ মানুষকে আশ্বস্ত করে মমিনুল ইসলাম বলেন, “৫.৭ মাত্রার মূল কম্পনটি আমাদের ভূখণ্ড ধারণ করেছে। ফলে ৩ থেকে ৪ মাত্রার আফটার শকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচরাচর ৭২ ঘণ্টার মধ্যেই এগুলো থেমে যায়।”

তিনি সবাইকে গুজবে কান না দিয়ে কেবল আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসরণ করার আহ্বান জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত