ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

জকসু নির্বাচন: শিক্ষার্থীদের চাপে প্রশাসন ও কমিশন

২০২৫ নভেম্বর ২৮ ১১:১৮:১৯

জকসু নির্বাচন: শিক্ষার্থীদের চাপে প্রশাসন ও কমিশন

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন যথাসময়ে আয়োজনের দাবি জানিয়েছে প্রতিদ্বন্দ্বী সব প্যানেল। ভূমিকম্পের পর নির্বাচনী পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ দাবি তুলেছে ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। তারা নির্বাচন ২২ ডিসেম্বর নির্ধারিত সময়েই আয়োজনের জন্য নির্বাচন কমিশনের কাছে স্পষ্টভাবে দাবি জানিয়েছে এবং দোদুল্যমান অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়েছে।

শিবির সমর্থিত প্যানেল অভিযোগ করেছে, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যথাযথভাবে দেখা হচ্ছে না। ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ২৩ নভেম্বরের কনসার্টে প্রার্থীদের মঞ্চে ওঠার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএসসহ কয়েকজন প্রার্থী বক্তব্য প্রদান করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনা কমিশনের ‘ইচ্ছাকৃত শিথিলতার’ উদাহরণ।

অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলও দাবি তুলেছে নির্বাচনের সময়সূচি মেনে ২২ ডিসেম্বর ভোট আয়োজন করতে হবে। ভিপি প্রার্থী একেএম রাকিব বলেন, প্রশাসনিক হস্তক্ষেপের কারণে নির্বাচনের পরিবেশে শঙ্কা তৈরি হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্প্রীতির ক্যাম্পাস, যেখানে সব ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের শিক্ষার্থীরা মুক্তভাবে মতপ্রকাশ ও সহাবস্থান করতে সক্ষম হওয়া উচিত।

নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল। এছাড়াও, জাতীয় ছাত্রশক্তি সমর্থিত জবিয়ান, বাম প্রগতিশীলদের মওলানা ভাসানী ব্রিগেড এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনের নির্ধারিত তারিখে আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে।

নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. মোস্তফা হাসান নিশ্চিত করেছেন, নির্বাচন পেছানোর কোনো ঘোষণা তারা দেয়নি এবং তপশিল অনুযায়ী প্রস্তুতি চলছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত