ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
প্রধান বিচারপতির বিদায়ি ভাষণ: ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে
নিজস্ব প্রতিবেদক :প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ১৪ ডিসেম্বর দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে ‘বিদায়ি অভিভাষণ’ দেবেন। এতে তিনি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ও এর বাস্তবায়ন, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোকপাত করবেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সংবিধানের ৯৬(১) অনুচ্ছেদ অনুসারে ৬৭ বছর বয়সে বিচারক পদত্যাগ করেন; প্রধান বিচারপতির জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ ডিসেম্বর বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে দেশের জেলা আদালতগুলোর উচ্চপর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ে ‘গুরুত্বপূর্ণ অধিবেশন’ অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে প্রধান বিচারপতি বিদায়ি অভিভাষণ দেবেন।
বিদায়ি অভিভাষণে প্রধান বিচারপতি চলমান বিচার বিভাগীয় সংস্কার, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, আদালতের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ, বিচার বিভাগের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, বিচারপ্রার্থীর সেবাপ্রাপ্তি ও মামলাজট নিরসনে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করবেন। এছাড়া, গত দেড় বছরে তাঁর ঘোষণা করা রোডম্যাপ অনুযায়ী গৃহীত সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপরও আলোকপাত করবেন।
জুলাই অভ্যুত্থানের পর গত বছরের ১০ আগস্ট হাই কোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। পরদিন শপথ নিয়ে তিনি বিচার বিভাগের দায়িত্ব নেন। প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর ‘প্রকৃত স্বাধীন বিচার বিভাগ’ প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেন।
গত বছর ২১ সেপ্টেম্বর তিনি সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ প্রদান করেন। তখন বিচার বিভাগের স্বাধীনতা ও স্বতন্ত্রতা এবং বিচার সংস্কারের রোডম্যাপ ঘোষণা করা হয়। রোডম্যাপ অনুযায়ী স্বতন্ত্র সচিবালয়, প্রয়োজনীয় আইনি ও কাঠামোগত সংস্কার, বাজেট বরাদ্দ, পদায়ন ও বদলি ব্যবস্থা, আচরণবিধি প্রণয়ন এবং উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির