ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২
প্রত্যর্পণ যাচাইয়ে ভারত, প্রথম ধাপেই উঠে এলো কামালের নাম
মো: আবু তাহের নয়ন:প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের কাছে বাংলাদেশের পাঠানো অনুরোধ এখন পর্যালোচনার মধ্যে আছে। তবে ভারতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক অগ্রগতি শুরু হতে পারে প্রথমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই মামলায় দণ্ডিত আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে শফিকুল আলম উল্লেখ করেন যে জুলাইয়ের ঘটনার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একসময় বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারতের পক্ষ থেকেও শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন পরীক্ষা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদি শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা ও গুমের ঘটনাগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনায় আসছে। এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও বিচার নিশ্চিতের প্রক্রিয়ায় আসাদুজ্জামান খান কামালের ভূমিকা বিশেষভাবে বিবেচনায় আসায় তাঁকে প্রথম ধাপে প্রত্যর্পণ করা হতে পারে।
শফিকুল আলম উল্লেখ করেন, বিভিন্ন প্রচেষ্টা বা আর্থিক প্রভাব খাটানো সত্ত্বেও পূর্ববর্তী সময়ের মানবাধিকার লঙ্ঘনের দায় অস্বীকার বা এড়িয়ে যাওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। জুলাইয়ের গণহত্যার শিকারদের জন্য ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার দণ্ডিত ব্যক্তিদের প্রত্যর্পণের প্রতি অটল রয়েছে এবং প্রক্রিয়াটি ধাপে ধাপে এগিয়ে যাবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস