ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

অর্থনৈতিক সংকটে ব্যবসায়ীদের চিৎকার উপেক্ষিত: আনোয়ার উল আলম 

২০২৫ নভেম্বর ২৮ ০৯:৫২:৪২

অর্থনৈতিক সংকটে ব্যবসায়ীদের চিৎকার উপেক্ষিত: আনোয়ার উল আলম 

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ চাপে রয়েছে এবং সরকারের নীতি ব্যবসাবান্ধব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা জানিয়েও সরকার তা গুরুত্ব দিচ্ছে না।

গতকাল রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) কার্যালয়ে আয়োজিত মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার। অনুষ্ঠানে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, “আমরা বারবার চিৎকার করেছি, তবুও সরকার আমাদের কথা শোনে না। তারা ব্যবসায়ী মহলের কেয়ার করছে না। জ্বালানির দাম বাড়িয়েও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে পারেনি।”

তিনি উল্লেখ করেন, ২০২২ সালের পর থেকে জ্বালানিসংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, যার ফলে প্রায় ৫০ শতাংশ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে ঢাকায় এসে অটোরিকশা চালাচ্ছেন, যার কারণে রাজধানীর জনসংখ্যা ৩ কোটি ৫০ লাখের বেশি হয়েছে।

খেলাপি ঋণ প্রসঙ্গে বিসিআই সভাপতি জানান, ১৭ শতাংশ খেলাপি ঋণের সময় আইএমএফ বাংলাদেশকে ‘মধ্যম মানের ঝুঁকিপূর্ণ’ দেশ হিসেবে চিহ্নিত করেছিল। কিন্তু বর্তমানে খেলাপি ঋণ ৩৫ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। তিনি প্রশ্ন তোলেন, এই অবস্থায় আইএমএফ বাংলাদেশকে কেমন মানে নেবে।

পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার বলেন, অর্থনীতি কিছুটা মন্থর হলেও সামগ্রিকভাবে স্থিতিশীলতা এসেছে। তিনি আরও বলেন, কর্মসংস্থান বাড়াতে আরও উদার নীতি গ্রহণ প্রয়োজন। মূল প্রবন্ধে আশিকুর রহমান সতর্ক করে জানান, কঠোর ব্যবস্থা না নিলে উচ্চ খেলাপি ঋণ দেশের জন্য মধ্যমেয়াদি বড় ঝুঁকি তৈরি করবে, যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে সংকুচিত করতে পারে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত