ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
গাজায় যুদ্ধবিরতি: ফিলিস্তিনিদের উল্লাসের ঢেউ
আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশ হতেই ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বইছে। গতকাল রাতেই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আনন্দ মিছিল বের হয়। কিশোর কিশোরীরা বাঁশি, খঞ্জনি ও ড্রাম বাজিয়ে নাচা-গান করে উল্লাস প্রকাশ করেন, আর অন্যরা হাততালি দিচ্ছেন ও ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছেন।
ইমান আল কৌকা নামের এক তরুণী বলেন, যুদ্ধবিরতির সংবাদ শুনে তিনি আনন্দিত হলেও একই সঙ্গে স্মরণ করছেন যুদ্ধে হারানো বন্ধু ও শহরের ক্ষতি। তিনি বলেন, “আজ আমাদের আনন্দ ও দুঃখের দিন। আমরা হাসব, আবার যাদের হারিয়েছি তাদের জন্য কাঁদব। আমরা শুধু পরিবার ও বন্ধু হারাইনি, শহরও হারিয়েছি।”
গাজার অন্য বাসিন্দা আহমেদ দাহমান জানান, গত বছর ইসরাইলি বোমার আঘাতে তার বাড়ি ধ্বংস হয়েছে এবং বাবাকে হারিয়েছেন। তিনি বলেন, ধ্বংসস্তূপের মধ্যে বাবার মরদেহ রেখে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছিল। দাহমান আশা করছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে জীবন রক্ষা পাবে, তবে পুনর্বাসন ও ধ্বংসস্তুপের পরিস্থিতি নিয়ে শঙ্কা রয়েছে।
গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে নতুন পরিকল্পনা ঘোষণা করেন। ইসরাইল, মিসর ও কাতার তাৎক্ষণিক সম্মতি দিলেও হামাস তখনো প্রতিক্রিয়া জানায়নি। ৩ অক্টোবর হামাস সম্মতি জানালে পরের দিন ৪ অক্টোবর ইসরাইল গাজায় বোমা বর্ষণ বন্ধ করে। এরপর ৬ অক্টোবর মিসরের শারম আল শেখে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের প্রতিনিধিরা দুই দিনের বেশি আলোচনার পর চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ের স্থায়িত্ব হবে ৬ সপ্তাহ। এই সময়ের মধ্যে হামাস তাদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দেবে, আর ইসরাইল গাজায় সামরিক অভিযান বন্ধ করবে, কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেবে এবং ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন