ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

কুরআন অবমাননার অভিযোগে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

২০২৫ অক্টোবর ০৯ ১৪:৩১:১৫

কুরআন অবমাননার অভিযোগে ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তার বিতর্কিত বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর বৃহস্পতিবার (৯ অক্টোবর) রেজিস্টার্ড ডাকযোগে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশটি পাঠানো হয়েছে দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী শেখ ওমর নিজেই।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ অক্টোবর ইউটিউবের ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মুফতি ফয়জুল করিমকে পবিত্র কুরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘শুধু কুরআন কিচ্ছু না’ এবং ‘শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি’।

আইনি নোটিশে এসব বক্তব্যকে কুরআনের মর্যাদা ও মুসলমানদের ধর্মীয় অনুভূতির পরিপন্থি বলা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

নোটিশে ফয়জুল করিমকে তিন দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননাকর মন্তব্য না করার প্রতিশ্রুতিও দিতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত