ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

জবি শিক্ষার্থীদের জন্য আবাসন সম্পূরক বিশেষ বৃত্তি ঘোষণা

২০২৫ অক্টোবর ০৯ ০৮:৪৭:২১

জবি শিক্ষার্থীদের জন্য আবাসন সম্পূরক বিশেষ বৃত্তি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফসল অবশেষে বাস্তবায়নের পথে। স্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন–সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার দিচ্ছে ‘বিশেষ বৃত্তি’। এ বৃত্তি মূলত আবাসন খরচের সম্পূরক ভাতা হিসেবে প্রদান করা হবে।

বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইট https://scholarship.jnu.ac.bd–এ গিয়ে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ ইতোমধ্যে পাস হয়েছে এবং সেই আলোকে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক জানান, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরাই এই বৃত্তির আওতাধীন হবেন। পয়লা জুলাই ২০২৫ পর্যন্ত যাদের ছাত্রত্ব কার্যকর থাকবে, তারাই আবেদন করতে পারবেন।” তিনি আরও বলেন, আবেদনকারীদের মধ্যে কারা চূড়ান্তভাবে বৃত্তি পাবেন, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন দিক বিবেচনা করে নির্ধারণ করবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, বেসরকারি উদ্যোগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। শায়েখ আহমাদুল্লাহর প্রতিষ্ঠান আস–সুন্নাহ ফাউন্ডেশন–এর পৃষ্ঠপোষকতায় ‘মেধাবী’ প্রকল্পের আওতায় কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ২০২৩–২৪ ও ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

প্রক্টর তাজাম্মুল হক জানান, আস–সুন্নাহ হল ও বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসন নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলের শিক্ষার্থীরাও এই বিশেষ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তিনি বলেন, “আবাসনে থাকা শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন, পরে যাচাই–বাছাইয়ের মাধ্যমে বৃত্তির প্রাপ্যতা নির্ধারণ করা হবে।”

এর আগে, আবাসনের দাবিতে শিক্ষার্থীরা গত ১৭ মে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সরকার শিক্ষার্থীদের তিন দফা দাবি, যার মধ্যে আবাসন বৃত্তিও ছিল, তা মেনে নেয়। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই এবার এই ‘বিশেষ বৃত্তি’ কার্যক্রম শুরু করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীরা বলছেন, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় জীবনে বড় স্বস্তি আনবে। কারণ রাজধানীর ব্যয়বহুল এলাকায় আবাসন ব্যয় সামলানো অনেকের পক্ষেই সম্ভব নয়। এখন এই ‘বিশেষ বৃত্তি’ তাদের শিক্ষাজীবনে আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত