ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের ৬টি শর্ত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী মিসরে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের প্রতিনিধিরা। আলোচনায় হামাস যুদ্ধবিরতির জন্য তাদের ৬টি মূল শর্ত তুলে ধরেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) হামাসের মুখপাত্র ফাওজি বারহোম এক বিবৃতিতে জানান, তাদের প্রতিনিধিরা মিসরে ‘সব বাধা অতিক্রম’ করে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন, যা গাজার জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে।
হামাসের ৬টি প্রধান শর্ত হলো—১. স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা।২. গাজা উপত্যকার সব জায়গা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার।৩. কোনো বাধা ছাড়াই গাজায় ত্রাণ পৌঁছানো।৪. বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ গৃহে ফিরিয়ে দেওয়া।৫. ফিলিস্তিনি জাতীয় টেকনোক্র্যাট সংস্থার তত্ত্বাবধানে গাজা পুনর্গঠন কার্যক্রম শুরু করা।৬. ন্যায্য বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করা।
এছাড়া ফাওজি বারহোম অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা ‘আটকানো ও ব্যর্থ’ করার চেষ্টা করছেন, যা পূর্ববর্তী আলোচনায়ও ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। তিনি বলেন, বর্বর সামরিক হামলা ও যুক্তরাষ্ট্রের সীমাহীন সমর্থনের পরেও ইসরায়েল গাজায় জয়ের ভুয়া ভাবমূর্তি তৈরি করতে পারেনি, পারবেও না।
প্রসঙ্গত, ট্রাম্পের গাজা যুদ্ধ সমাপ্তির প্রস্তাবের আলোকে মিসরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস ও ইসরায়েল পরোক্ষ আলোচনায় অংশগ্রহণ করছে। শারম এল-শেইখে সোমবার লোহিত সাগরের অবকাশযাপন কেন্দ্রের আলোচনায় আটক ও বন্দীদের মুক্তি এবং মাঠপর্যায়ের পরিস্থিতি তৈরি নিয়ে আলোচনা হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি