ঢাকা, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

রাতে ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

২০২৫ অক্টোবর ০৬ ২০:৪৭:৪৭

রাতে ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের পাঁচটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই অঞ্চলগুলো হলো ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের পূর্বাভাসে জানিয়েছে যে, সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পরবর্তী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে এর প্রবণতা ধীরে ধীরে কমে আসবে। বিশেষ করে বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে এবং তা প্রধানত চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সীমাবদ্ধ থাকতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত