ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ফোনে নেতানিয়াহুকে ট্রাম্পের ‘ধমক’
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।
গত শুক্রবার হামাস শর্তসাপেক্ষে ট্রাম্পের প্রস্তাব মানার ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প একটি বিবৃতি দেন যে, হামাস শান্তি চায় এবং দুই পক্ষ রাজি হলে যুদ্ধবিরতি হবে। এর কিছুক্ষণ পরেই ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের খবর অনুযায়ী, ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে জানান, হামাসের শর্তসাপেক্ষ সম্মতি আসলে প্রস্তাব প্রত্যাখ্যান করারই নামান্তর, তাই এ নিয়ে উল্লাস করার কিছু নেই। নেতানিয়াহুর এই কথায় ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে ধমক দিয়ে বলেন, "আমি জানি না আপনি সবসময় এমন নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় গ্রহণ করুন।"
যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ট্রাম্পের এই ধমক গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর তার প্রবল চাপেরই ইঙ্গিত বহন করে। ট্রাম্প নেতানিয়াহুকে বোঝাতে চেষ্টা করেন যে, হামাস যদি যুদ্ধবিরতি চায়, তাহলে এটি তার গ্রহণ করা উচিত।
হামাস তাদের আনুষ্ঠানিক জবাবে জানিয়েছে, যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে তারা সব জিম্মিকে মুক্তি দিতে রাজি। তবে প্রস্তাবের অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন বলে তারা উল্লেখ করেছে।
নেতানিয়াহু হামাসের এই জবাবকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করলেও ট্রাম্পের কাছে হামাসের রাজি হওয়ার ঘোষণাই ছিল গুরুত্বপূর্ণ। কারণ তিনি উদ্বিগ্ন ছিলেন যে হামাস হয়তো প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান করবে। কিন্তু হামাস রাজি হওয়ায়, ট্রাম্প ধরে নিয়েছেন তারা সত্যিই চুক্তি চায়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত