ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

যুক্তরাজ্যে মসজিদে আগুন, আতঙ্কিত মুসলিম সম্প্রদায়

২০২৫ অক্টোবর ০৫ ১৮:১৬:৩৪

যুক্তরাজ্যে মসজিদে আগুন, আতঙ্কিত মুসলিম সম্প্রদায়

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলীয় সাসেক্সের পিসহেভেনে একটি মসজিদে আগুন লাগানোর ঘটনা ঘটেছে, যা স্থানীয় মুসলিম সম্প্রদায়কে গভীরভাবে চাঞ্চল্যকর করেছে। এই হামলা ঘটেছে ম্যানচেস্টারের ইহুদি উপাসনালয়ে প্রাণঘাতী হামলার কয়েক দিন পর। শনিবার রাতে সংঘটিত এই ঘটনায় মসজিদের ভেতরে দুইজন অবস্থান করছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বেচ্ছাসেবক জানান, দুজন মুখোশধারী মসজিদের দরজার হ্যান্ডেল টেনে ভাঙার চেষ্টা করে এবং সিঁড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মসজিদের সভাপতি ও আরেকজন তখন ভেতরে চা খাচ্ছিলেন। হঠাৎ বাইরে বিস্ফোরণের মতো শব্দ শুনে তারা বের হলে প্রবেশপথে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সন্দেহভাজীরা ভেতরে মানুষ ছিল কি না তা জানত কি না, তা এখনও পরিষ্কার নয়।

পুলিশ রবিবার জানিয়েছে, তারা এই অগ্নিকাণ্ডকে ‘বিদ্বেষমূলক অপরাধ’ হিসেবে তদন্ত করছে। স্বেচ্ছাসেবক আরও জানান, হামলাকারীরা সর্বোচ্চ ক্ষতি করার উদ্দেশ্য নিয়েই এসেছিল। তিনি বলেন, “সভাপতি পুরো সময় কাঁপছিলেন, এক প্রতিবেশী রাস্তায় বের হয়ে কান্না করছিলেন। সবাই আতঙ্কিত ছিল। কেউ এমন কিছু করতে পারে, মানে আমরা জানি না সামনের দিনগুলোতে কী হতে পারে।”

চার বছর আগে খোলা এই ছোট্ট মসজিদে সাধারণত ১০–১৫ জন নামাজ পড়েন। ঘটনার রাতেও ৮টা ১৫ মিনিটে মাগরিবের জামাত অনুষ্ঠিত হয়েছিল। ফুটেজে দেখা গেছে, দুইজন মুখোশধারী দরজা টেনে ও ধাক্কা দিয়ে প্রবেশের চেষ্টা করেছেন। কিছুক্ষণ পর তারা মসজিদ ও সভাপতির গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

আগুনে মসজিদের প্রধান প্রবেশপথ এবং সভাপতির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটি সভাপতির একমাত্র জীবিকার মাধ্যম, যিনি ট্যাক্সিচালক হিসেবে কাজ করেন। শারীরিকভাবে কেউ আহত হননি, তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনার প্রভাব স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ওপর দীর্ঘস্থায়ী হবে।

লিবারেল ডেমোক্র্যাট এমপি জেমস ম্যাকক্লিয়ারি ঘটনাটিকে নিন্দা জানিয়ে বলেছেন, “পিসহেভেনের মসজিদে আগুনের খবর ভয়াবহ। এটি আমার নির্বাচনী এলাকার মানুষ ব্যবহার করেন এবং এটি স্থানীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ অংশ। পুলিশ এটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছে।”

মসজিদ কর্মকর্তারা জানান, গত বছরের আগস্টে একই মসজিদে ডিম ছোড়া হয় এবং পথচারীরা গালিগালাজ ও বর্ণবাদী মন্তব্য করেছিলেন। সাসেক্স পুলিশের ডিটেক্টিভ সুপারিনটেনডেন্ট ক্যারি বোহান্না বলেন, “ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে এবং অন্যান্য উপাসনালয়েও অতিরিক্ত টহল দেওয়া হচ্ছে।”

এই হামলার কয়েক দিন আগে, ম্যানচেস্টারের একটি ইহুদি উপাসনালয়ের বাইরে গাড়িচাপা ও ছুরিকাঘাতের ঘটনায় দুইজন নিহত এবং তিনজন গুরুতর আহত হন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত