ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

২০২৫ অক্টোবর ০৫ ১৬:৫৮:৪৩

আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি. এম. মোজাম্মেল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন বি. এম. মোজাম্মেল। গোপন সূত্রে তথ্য পেয়ে ডিবি পুলিশ নিকেতন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় শরীয়তপুরে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত মামলাগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা বি. এম. মোজাম্মেল হক। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। তা সত্ত্বেও তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত