ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

বিনিয়োগ জোরদার করতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

২০২৫ অক্টোবর ০৫ ১৪:৩৯:৩২

বিনিয়োগ জোরদার করতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। বাংলাদেশে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা এসেছেন তিনি। ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, রোববার (৫ অক্টোবর) তিনি ঢাকায় অবতরণ করেন।

সফরের সময় ব্যারোনেস উইন্টারটনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশী অর্থনীতি ও বাণিজ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বৈঠকে যুক্তরাজ্য-বাংলাদেশ অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ব্যারোনেস উইন্টারটন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন, যাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে।

ঢাকা ও চট্টগ্রামে অবস্থানকালে তিনি বিমান চলাচল, উচ্চশিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। চট্টগ্রামে তিনি যুক্তরাজ্য-সমর্থিত বিনিয়োগ প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন, যা কর্মসংস্থান সৃষ্টি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ এবং উভয় দেশের অর্থনীতিতে বাস্তব মূল্য যোগ করছে।

এছাড়া, যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের গুরুত্বও তুলে ধরা হবে। এই বাণিজ্য সুবিধা কর্মসূচির আওতায় ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যা দেশের রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে সহায়ক হবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত