ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
বিনিয়োগ জোরদার করতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। বাংলাদেশে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ঢাকা এসেছেন তিনি। ব্রিটিশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, রোববার (৫ অক্টোবর) তিনি ঢাকায় অবতরণ করেন।
সফরের সময় ব্যারোনেস উইন্টারটনের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশী অর্থনীতি ও বাণিজ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এদের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বৈঠকে যুক্তরাজ্য-বাংলাদেশ অর্থনৈতিক সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ব্যারোনেস উইন্টারটন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন, যাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে।
ঢাকা ও চট্টগ্রামে অবস্থানকালে তিনি বিমান চলাচল, উচ্চশিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। চট্টগ্রামে তিনি যুক্তরাজ্য-সমর্থিত বিনিয়োগ প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করবেন, যা কর্মসংস্থান সৃষ্টি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ এবং উভয় দেশের অর্থনীতিতে বাস্তব মূল্য যোগ করছে।
এছাড়া, যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের গুরুত্বও তুলে ধরা হবে। এই বাণিজ্য সুবিধা কর্মসূচির আওতায় ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যা দেশের রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে সহায়ক হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)