ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

যেসব ব্যথা কিডনি সমস্যার পূর্ব লক্ষণ

২০২৫ অক্টোবর ০৫ ১৩:৩৫:২৮

যেসব ব্যথা কিডনি সমস্যার পূর্ব লক্ষণ

নিজস্ব প্রতিবেদক: কিডনির সমস্যা অনেক সময় আড়ালেই থেকে যায়। কিন্তু প্রাথমিক কিছু উপসর্গ ঠিক সময়ে চিনে নেয়া হলে গুরুতর জটিলতা এড়ানো সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, কিডনিতে পাথর, সংক্রমণ বা অন্যান্য সমস্যা থাকলে শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভূত হতে পারে। এছাড়া কিছু দৈনন্দিন লক্ষণও কিডনির সমস্যার ইঙ্গিত দেয়।

কিডনির সমস্যা হলে যেসব জায়গায় ব্যথা হয়

পিঠের উপরের অংশ – ফ্ল্যাঙ্ক পেইন হিসেবে পরিচিত।

মেরুদণ্ডের দু’পাশে, কোমরের ওপর (পাঁজরের নিচে) ব্যথা হতে পারে।

এক বা দুই পাশে – ব্যথা একপাশে বা দুই পাশে একসঙ্গে অনুভূত হতে পারে।

কোমরের নিচে – বিশেষ করে কিডনিতে পাথর বা সংক্রমণ থাকলে।

পেটের পাশে – সংক্রমণ বা ফোলাভাব থাকলে টান বা ভারীভাব অনুভূত হতে পারে।

মূত্রথলি ও তলপেটে – কিডনিতে পাথর নিচে নামা শুরু করলে এই অঞ্চলে ব্যথা হয়।

কুঁচকি ও উরুতে ছড়িয়ে পড়া ব্যথা – কিডনি স্টোন থাকলে ব্যথা কুঁচকি এবং উরু পর্যন্ত নেমে যায়।

অন্যান্য উপসর্গ যা কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে

প্রস্রাব করতে জ্বালা বা ঘন ঘন প্রস্রাব, অথবা কম প্রস্রাব হওয়া।

প্রস্রাবে রক্ত বা ফেনা দেখা যাওয়া।

হাত-পা বা চোখের চারপাশ ফুলে যাওয়া।

জ্বর, বমি বা ঠান্ডা লাগা – সংক্রমণের ক্ষেত্রে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত