ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসে নি-হ-ত ১৪, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

২০২৫ অক্টোবর ০৫ ১২:৩১:৪৯

দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসে নি-হ-ত ১৪, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে টানা ভারী বর্ষণে দার্জিলিং জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত এবং নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

মিরিক ও সুখিয়াপোখরিতে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে মূল সড়কগুলোও বন্ধ রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারে ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) শনিবার রেড অ্যালার্ট জারি করেছিল, যা পরে অরেঞ্জ অ্যালার্টে নামানো হয়। আইএমডি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টিপাত ৭ অক্টোবর পর্যন্ত চলতে পারে। এছাড়া ভুটানের উচ্চভূমির প্রভাবে উত্তরবঙ্গের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

এদিকে ভারী বৃষ্টির প্রভাবে দার্জিলিংয়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্র যেমন টাইগার হিল, রক গার্ডেন এবং ঐতিহ্যবাহী টয় ট্রেন সার্ভিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "দার্জিলিং, কালিম্পং ও কুরসিয়ং এলাকায় ভূমিধস ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। জরুরি ত্রাণ ও উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে হবে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।"

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত