ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

যুদ্ধবিরতি কার্যকর হবে হামাসের নিশ্চয়তার পর: ট্রাম্প

২০২৫ অক্টোবর ০৫ ০৯:৩৯:৪০

যুদ্ধবিরতি কার্যকর হবে হামাসের নিশ্চয়তার পর: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসানে নতুন আশার আলো দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনায় “উল্লেখযোগ্য অগ্রগতি” হয়েছে। ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় যেতে রাজি হয়েছে এবং হামাস সম্মতি দিলেই যুদ্ধবিরতি সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে টিআরটি ওয়ার্ল্ড।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “হামাস সম্মতি জানালেই যুদ্ধবিরতি কার্যকর হবে। শুরু হবে বন্দি ও কয়েদি বিনিময় এবং দ্বিতীয় ধাপে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নেওয়া হবে। এটি আমাদেরকে তিন হাজার বছরের এই সংকটের অবসানের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে।”

এর আগে শনিবার হামাসও জানায়, “ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় সম্মতি জানিয়েছে—এ বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।”

এদিকে ট্রাম্প বলেছেন, “ইসরায়েল সাময়িকভাবে হামলা স্থগিত করেছে, যাতে শান্তি ও বন্দিমুক্তির সুযোগ তৈরি হয়। এখন হামাসের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে এই অগ্রগতি হারিয়ে যাবে।”

এর আগের দিন হামাস ঘোষণা দিয়েছিল, তারা জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত এবং গাজার প্রশাসন একটি স্বাধীন, প্রযুক্তিনির্ভর ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে রাজি। তবে সংগঠনটি জোর দিয়ে বলেছে, গাজার ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের অধিকার বৃহত্তর জাতীয় ঐকমত্যের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের টানা হামলায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা, বাস্তুচ্যুত হয়েছেন প্রায় সব অধিবাসী।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত