ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

আটক ত্রাণকর্মীদের ‘সন্ত্রাসী’ আখ্যা ইসরায়েলের    

২০২৫ অক্টোবর ০৪ ২১:৪৩:৪৯








আটক ত্রাণকর্মীদের ‘সন্ত্রাসী’ আখ্যা ইসরায়েলের




 



 

আন্তর্জাতিক ডেস্ক :ইসরায়েল বন্দরে আটকা আন্তর্জাতিক ত্রাণকর্মীরা মানবাধিকার লঙ্ঘনের শিকার। গাজার অবরুদ্ধ ও অনাহারী মানুষদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী জাহাজ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের পর মানবাধিকার কর্মীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন-গিভর। তিনি তাদের দেশে ফেরত পাঠানোর বদলে কারাগারে রাখার দাবি করেছেন। বেন-গিভর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, “এভাবে তাদের কয়েক মাস কারাগারে রাখা উচিত, যাতে তারা সন্ত্রাসীদের পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়।”

ফ্লোটিলার অভিযাত্রীদের মধ্যে রয়েছে সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক। তারা বিভিন্ন পেশার মানুষ—পার্লামেন্টারিয়ান, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবী। আগস্টের শেষে স্পেন থেকে শুরু হওয়া মিশনের লক্ষ্য ছিল গাজার উপকূলে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া।

গাজার জলসীমার কাছে আসার পর ইসরায়েলের নৌবাহিনী তাদের সব নৌযান আটক করে আশদোদ বন্দরে নিয়ে যায়। বর্তমানে অভিযাত্রীরা সেখানে আটক রয়েছেন এবং দেশটির এই পদক্ষেপের বিরুদ্ধে অনশন শুরু করেছেন। ফ্লোটিলার মূল সংগঠনগুলো হলো ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসানতারা।

বিশ্বজুড়ে মানবাধিকার ও শান্তি আন্দোলনকারীরা এই আটকের তীব্র নিন্দা জানাচ্ছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করছেন, গাজার অবরুদ্ধ মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছানোতে এ ধরনের বাধা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এদিকে আটক ব্যক্তিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রের চাপ বাড়ছে। তবে ইসরায়েল এখনও তাদের মুক্তির কোনো নির্দেশ দেনি।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত