ঢাকা, সোমবার, ৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
গাজার পথে আটক ১৩৭ জনকে ফেরত পাঠালো ইসরায়েল
.jpg)
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া মানবাধিকারকর্মীদের প্রথম দলটিকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সুমুদ ফ্লোটিলা’ জাহাজ থেকে আটক করা ১৩৭ জন অধিকারকর্মীকে তুরস্কে পাঠানো হয়েছে।
গত সপ্তাহে গাজার অবরুদ্ধ উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ওই বহরে থাকা প্রায় ৫০০ অধিকারকর্মীকে সাগর থেকে অপহরণ করে আটক করেছিল ইসরায়েলি নৌ কমান্ডোরা।
ইসরায়েলি দৈনিক হারেৎজ জানায়, তুরস্কে ফেরত পাঠানো এই ১৩৭ জন অধিকারকর্মীর মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ড, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মরক্কো, বাহরাইন, মালয়েশিয়া, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক।
ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে এবং অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে ৪৫টি ছোট-বড় জাহাজ নিয়ে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ৫০০ জনের বেশি অধিকারকর্মী সমুদ্রপথে রওনা দেন। তবে গাজার উপকূলে পৌঁছার আগেই ইসরায়েলি বাহিনী জাহাজে হানা দিয়ে তাদের আটক করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, তুরস্কের একটি বিমানবন্দরে বিমান থেকে নামানো হচ্ছে এই অধিকারকর্মীদের। সেখানে তাদের অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছিল। ধারণা করা হচ্ছে, তুরস্ক হয়ে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ফেরত পাঠানোদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। এর আগে আরও চারজন অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, অধিকারকর্মীরা যে ত্রাণ নিয়ে এসেছেন, তা অল্প এবং তা গাজার মানুষের কাছে পৌঁছে দিতে ইসরায়েলের মাধ্যমে যেতে অস্বীকৃতি জানান। ইসরায়েলের অভিযোগ, ত্রাণের আড়ালে তারা আসলে উস্কানি দিতে এসেছেন। তবে তারা জানিয়েছে, ধীরে ধীরে আটক সব অধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা