ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

 ন্যায়ের জন্য আত্মত্যাগ করা ১৩২ শিশু

২০২৫ অক্টোবর ০৪ ১৬:৩৯:২৭

 ন্যায়ের জন্য আত্মত্যাগ করা ১৩২ শিশু

মো: আবু তাহের নয়ন :২০২৩ সালের জুলাই গণঅভ্যুত্থানে শিশু ও কিশোরদের প্রাণলগ্ন যন্ত্রণার কাহিনি হৃদয়বিদারক। ৬ বছর বয়সি জাবির ইব্রাহিম উত্তরা দক্ষিণখান থেকে মিছিলে অংশ নেওয়ার সময় বাবা কবির হোসেনের কাঁধে দৌড়াতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়। তার চিৎকার ‘উই ওয়ান্ট জাস্টিস’ হয়ে ওঠে আন্দোলনের প্রতীক। ঠিক একইভাবে নয় মাসের রিয়া গোপ নয়ামাটির বাড়ির ছাদে খেলতে গিয়ে পুলিশি সংঘর্ষে আহত হয়ে মারা যায়। আবদুল আহাদ, নাঈমা সুলতানা, শফিক উদ্দিন আহমেদ আহনাফ, আবদুল্লাহ আল মাহিন সহ আরও অনেকে রাজপথে প্রাণ হারান, কেউ ছিলেন মাত্র ৬ থেকে ১৭ বছরের।

এই ঘটনাগুলো শুধু পরিবারের জন্য নয়, পুরো জাতির হৃদয়ে শোকের সৃষ্টি করেছে। নিহত শিশু ও কিশোররা রাজনীতির বোঝাপড়া বুঝত না, তারা কেবল মানুষ হয়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে তারা শূন্য হয়ে যায়। তাদের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের জন্য এই মৃত্যু শুধু ব্যথা নয়, ভাঙা স্বপ্নের প্রতীক হয়ে দাঁড়ায়। আহত প্রায় ২০ হাজার জনের মধ্যে ৫০০ জন স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই গণঅভ্যুত্থানে ১৩২ শিশু ও কিশোর এবং ১১ নারী শহীদ হয়েছেন। উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এই শিশু শহীদদের স্মৃতি বাংলার বাতাসে, মানুষের প্রতিবাদের স্লোগানে এবং ইতিহাসের পাতায় অমলিন হয়ে থাকবে। তারা জীবিত নেই, কিন্তু তাদের আত্মত্যাগ এক প্রজন্মকে ন্যায়ের পথে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত