ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ট্রাম্পের ২০ দফা’ শান্তি প্রস্তাবে হামাসের চমকপ্রদ সাড়া

২০২৫ অক্টোবর ০৪ ১৪:৪৯:৫৯

ট্রাম্পের ২০ দফা’ শান্তি প্রস্তাবে হামাসের চমকপ্রদ সাড়া

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে নতুন এক ‘অভূতপূর্ব’ অগ্রগতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্র প্রণীত নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মতি জানানোকে তিনি এই ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। শনিবার এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেন, “আজ একটি অসাধারণ দিন। আজ থেকে আমরা এই প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া দেখব। বিশেষভাবে আমি ইসরায়েলি জিম্মিদের ঘরে ফেরার জন্য অপেক্ষা করছি। তারা পরিবারের সঙ্গে পুনর্মিলিত হবে—এটা সত্যিই বিশেষ এক মুহূর্ত।”

ট্রাম্প যুদ্ধবিরতি পরিকল্পনা প্রণয়ন ও সমর্থনের জন্য কাতার, তুরস্ক, সৌদি আরব, মিসর ও ওমানসহ আরব বিশ্বের বিভিন্ন দেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “অনেক পরিশ্রম ও লড়াইয়ের পর আজকের দিন এসেছে। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই একসঙ্গে কাজ করেছেন। আমরা এখন ঐতিহাসিক এক সময়ের সামনে দাঁড়িয়ে আছি।”

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প গাজা যুদ্ধের অবসানে ২০ দফা সম্বলিত একটি নতুন পরিকল্পনা প্রকাশ করেন। পরিকল্পনা প্রকাশের পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এতে সম্মতি জানান। তবে হামাস প্রথমে নীরব ছিল। পরে শুক্রবার ট্রাম্প আল্টিমেটাম দিয়ে বলেন, রোববারের মধ্যে হামাস সাড়া না দিলে গোষ্ঠীটির ওপর ‘নরক নেমে আসবে’। এই সতর্কবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই হামাস জানায়, তারা ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছে। হামাসের হাইকমান্ড ঘোষণা করে, তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে এবং গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করতে রাজি।

হামাসের সম্মতির পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। কিছু সময়ের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, গাজায় যুদ্ধাবসান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারা পূর্ণমাত্রায় সহযোগিতা করতে প্রস্তুত। ট্রাম্প বলেন, “যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ ছিলেন। আমরা বর্তমানে স্থায়ী শান্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।”

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত