ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২
গাজা শান্তি প্রস্তাব মুসলিম দেশগুলোর খসড়া থেকে ভিন্ন: পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক:গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মুসলিম বিশ্বের আট দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি যুদ্ধবিরতি বাস্তবায়নে ২১ দফা প্রস্তাব দেন এবং অংশগ্রহণকারী দেশগুলো প্রস্তাবের সঙ্গে একমত হন। তবে পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর ট্রাম্প ২০ দফার একটি ভিন্ন পরিকল্পনা ঘোষণা করেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মুসলিম দেশগুলো।
শুক্রবার (৩ অক্টোবর) পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনা মূল খসড়া থেকে ভিন্ন। তিনি বলেন, “ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন, তা মুসলিম বিশ্বের সঙ্গে আলোচনা করা খসড়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এখানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।”
ইসহাক দার আরও বলেন, “আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, এটি আমাদের প্রস্তাব নয়। তবে এটিই চূড়ান্ত নথি এবং এখানে রাজনৈতিক সুযোগ নেওয়ার জায়গা নেই।”
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, কাতার, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার নেতাদের নিয়ে বৈঠক করেন। সেখানে গাজার যুদ্ধ বন্ধে প্রাথমিক ২১ দফা পরিকল্পনা প্রণয়ন করা হয়।
তবে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, হামাসকে দেওয়া চূড়ান্ত খসড়ায় নেতানিয়াহুর হস্তক্ষেপে বেশ কিছু ধারা পরিবর্তন হয়েছে। বিশেষ করে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তগুলো হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ হামাস অস্ত্র ত্যাগ না করলে সেনা প্রত্যাহার হবে না।
খবরে বলা হয়েছে, গত রোববার ওয়াশিংটনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জামাতা জ্যারেড কুশনার, নেতানিয়াহু ও তার উপদেষ্টা রন ডার্মারের মধ্যে ছয় ঘণ্টার বৈঠকের পরই এই পরিবর্তনগুলো অন্তর্ভুক্ত করা হয়। সেনা প্রত্যাহারের সময়সীমা নির্দিষ্ট না করে ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, সেনা প্রত্যাহারের বিষয়ে হামাস কোনো পরিবর্তনের প্রস্তাব দিলে যুক্তরাষ্ট্র তা বিবেচনা করবে। তবে মূল কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সুযোগ নেই।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস