ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
কংগ্রেসে অচলাবস্থা, অজানার পথে যুক্তরাষ্ট্রের শাটডাউন

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অচলাবস্থা (শাটডাউন) দ্বিতীয় দিনে গড়িয়েছে। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতায় ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রধান দুই দল একে অন্যকে দায়ী করলেও সমাধানের কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। মূল বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘ওবামা কেয়ার’–এর ভর্তুকি।
হোয়াইট হাউস জানিয়েছে, অচলাবস্থার কারণে হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দ্রুতই আসতে পারে। তবে ‘অপরিহার্য’ হিসেবে বিবেচিত কিছু সংস্থা ও কার্যক্রম চালু রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ডব্লিউআইসি (WIC) কর্মসূচি নিয়ে, যা নিম্ন আয়ের নারী, শিশু ও নবজাতকদের জন্য খাদ্য সহায়তা দেয়। প্রায় ৭০ লাখ মানুষ এ কর্মসূচির সেবা নেন। অর্থ বরাদ্দ না হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এর তহবিল ফুরিয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে মার্কিন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত ১৫০ মিলিয়ন ডলার জরুরি তহবিল রাজ্যগুলোকে দেওয়া হতে পারে। পাশাপাশি শিশুখাদ্য প্রস্তুতকারক কোম্পানির রিবেট ও রাজ্যের নিজস্ব অর্থ ব্যবহার করারও অনুমতি দেওয়া হয়েছে। ২০২৫ অর্থবছরে (যা ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে) ডব্লিউআইসি পেয়েছিল ৭.৬ বিলিয়ন ডলার, আর চলতি অর্থবছরে সেনেট প্রস্তাব করছে ৮.২ বিলিয়ন ডলার।
অচলাবস্থার প্রভাব পড়েছে দেশের পর্যটন খাতেও। শরৎকালীন ব্যস্ত ভ্রমণ মৌসুমে যুক্তরাষ্ট্রের বহু বিখ্যাত জাতীয় উদ্যান বন্ধ হয়ে গেছে। অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, উদ্যানের সড়ক, ট্রেইল ও মুক্ত আকাশের স্মৃতিস্তম্ভগুলো খোলা থাকবে, তবে সংবেদনশীল প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ঘাটতির কারণে প্রবেশ সীমিত করা হতে পারে। ন্যাশনাল পার্কস কনজারভেশন অ্যাসোসিয়েশন (NPCA) সতর্ক করেছে, প্রতিদিনের অচলাবস্থায় উদ্যানগুলোতে ফি বাবদ প্রায় ১০ লাখ ডলার ক্ষতি হতে পারে, আর আশপাশের কমিউনিটিগুলোর ক্ষতি দাঁড়াতে পারে দৈনিক ৮০ মিলিয়ন ডলার পর্যন্ত।
এর আগে শাটডাউন শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা কাটিয়ে ওঠার প্রস্তাবে কংগ্রেসে ভোটাভুটি ব্যর্থ হয়। আজ শুক্রবার এ বিষয়ে নতুন করে প্রচেষ্টা চালানো হবে। তবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অধিবেশন এখন স্থগিত থাকায় অচলাবস্থার মেয়াদ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আরও বেড়েছে। এতে লাখো কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে শত শত কোটি ডলার ক্ষতি হতে পারে।
এ পরিস্থিতিতে হোয়াইট হাউসে এক জরুরি ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নজিরবিহীনভাবে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের সঙ্গে উপস্থিত হন। তিনি বিরোধী ডেমোক্র্যাটদের ‘রাজনৈতিক খেলা’ খেলার অভিযোগ তোলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা
- জিকিউ বলপেনের শেয়ার নিয়ে কারসাজি, তদন্তের নির্দেশ