ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বাধার পরেও গাজার দিকে এগোচ্ছে ‘ম্যারিনেট’

২০২৫ অক্টোবর ০৩ ১২:৪৩:৩৯

বাধার পরেও গাজার দিকে এগোচ্ছে ‘ম্যারিনেট’

আন্তর্জাতিক ডেস্ক: গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা মানবিক সহায়তার বহর প্রায় সম্পূর্ণভাবে থামিয়ে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। প্রায় ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই আটক করা হয়েছে এবং শত শত কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ‘ম্যারিনেট’ নামের পোল্যান্ড পতাকাবাহী একটি নৌকা এখনো গাজার দিকে অগ্রসর হচ্ছে।

অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ক্যামেরন বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে আয়োজকদের সঙ্গে ভিডিও কলে জানান, ইঞ্জিন সমস্যার কারণে ‘ম্যারিনেট’ মূল বহর থেকে পিছিয়ে পড়েছিল। বর্তমানে নৌকাটি আবার গাজার পথে অগ্রসর হচ্ছে। তার ভাষায়— “আমাদের সঙ্গে কয়েকজন সাহসী তুর্কি আছেন, আছেন একজন ওমানি নারীও। আমরা যাত্রা চালিয়ে যাচ্ছি।

শুক্রবার ভোরে প্রকাশিত লাইভ ভিডিও ফুটেজে দেখা গেছে, আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে নৌকাটি। জিও ট্র্যাকার অনুযায়ী, জাহাজটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ৪৩ নটিক্যাল মাইল (প্রায় ৮০ কিমি) দূরে অবস্থান করছে।

অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ কিংবা অবরোধ ভাঙার চেষ্টা করা হলে ‘ম্যারিনেটকেও’ আটক করা হবে।

এর আগে বুধবার থেকে শুরু করে ইসরায়েলি বাহিনী প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিকভাবে পরিচিত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ এবং ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকার আকাশে উড়ছে খাবার

ঢাকার আকাশে উড়ছে খাবার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে খাদ্য সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সূচনা ঘটেছে। জাপানি রেস্টুরেন্ট ইজাকায়া ঢাকায় একদিনের পরীক্ষামূলক কার্যক্রমে ড্রোন ব্যবহার... বিস্তারিত