ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার তমার পক্ষে লড়বেন ফজলুর রহমান

২০২৫ অক্টোবর ০৩ ১২:৩৬:২৭

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার তমার পক্ষে লড়বেন ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় এক ব্যবসায়ীর বাসায় সমন্বয়কের পরিচয়ে ঢুকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হওয়া ফারিয়া আক্তার তমার পক্ষে আইনি লড়াইয়ে নামতে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির স্থগিত হওয়া পদধারী নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, “যে মেয়ে আমার বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিল ‘ফজু পাগলা’কে গ্রেপ্তার না করা পর্যন্ত এখান থেকে যাব না, সেই মেয়ে এখন চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে। এখন তাকেই আমাকে ছাড়াতে হবে। আমি তার পক্ষেই আদালতে দাঁড়াব।”

তিনি আরও বলেন, “আমি কেন তাকে ছাড়াব না? এরা তো আমার মেয়ে। জামায়াত এদের নষ্ট করে ফেলছে, এদের ঠিক করতে হবে। আমি দেশের মঙ্গল চাই, এই সন্তানদের সঠিক পথে আনতে চাই।”

ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াতের কর্মীরা তাকে যে অপমান করেছে, তা তার জীবনে কোনো রাজনৈতিক দল করেনি। তিনি বলেন, “যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, তা এখনো বাস্তবায়িত হয়নি। দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক আর প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে শিল্প-কারখানা থেকে শুরু করে সেনাবাহিনীতে জেনারেল পর্যন্ত সবই আজ বাঙালিদের হাতে।”

তিনি আরও বলেন, “আজ অনেকে বলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নাকি ভাইয়ে ভাইয়ে ঝগড়া ছিল। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা কিছু হতে পারে না। যেমন কারবালার ইতিহাস ইয়াজিদরা মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও কেউ মুছে ফেলতে পারবে না। মিরজাফরের নাম যেমন ইতিহাসে কলঙ্ক হয়ে আছে, তেমনি মুক্তিযুদ্ধও চিরস্মরণীয় থাকবে।”

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ফজলুর রহমানের ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে একদল ব্যক্তি তার বাসার সামনে অবস্থান নেন। তাদের সঙ্গেই ছিলেন ফারিয়া আক্তার তমা। সে সময় ফারিয়া তাকে নিয়ে অশ্লীল স্লোগান দেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত