ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

গাজামুখী জাহাজ আটক, এরদোয়ানের ক্ষোভ

২০২৫ অক্টোবর ০৩ ০৮:৫৪:৪০

গাজামুখী জাহাজ আটক, এরদোয়ানের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া ত্রাণবাহী নৌযান আটকের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বৃহস্পতিবার নিজ দলের (একে পার্টি) এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, “আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপ স্পষ্ট করে দেয় যে, গাজায় চালানো গণহত্যা ঢাকার জন্য তারা এখন মরিয়া হয়ে উঠেছে।” তিনি আরও যোগ করেন, “গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার কোনো শান্তির সম্ভাবনাই সহ্য করতে পারছে না।”

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও প্রমাণ করেছে—গাজায় কী ধরনের নৃশংসতা চলছে এবং ইসরায়েল কীভাবে মানবতা লঙ্ঘন করছে। আমরা ফিলিস্তিনি ভাইবোনদের কখনোই একা ফেলবো না। যুদ্ধবিরতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক তার সর্বশক্তি নিয়ে পাশে থাকবে।”

প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' গত মাসে স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, রাজনীতিক এবং সাংবাদিকরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

নৌবহরটির মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি ভূখণ্ডে দীর্ঘদিন ধরে আরোপিত ইসরায়েলি সামুদ্রিক অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানো। ইতোমধ্যেই জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানে দুর্ভিক্ষ শুরু হয়েছে।

বুধবার থেকে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার নৌযানগুলো আটক করতে শুরু করে। এখন পর্যন্ত ৪৫টি জাহাজের অধিকাংশই ইসরায়েলি বাহিনী আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন বহু আন্তর্জাতিক মানবাধিকারকর্মী, রাজনীতিক ও সাংবাদিক, যারা গাজার অবরোধ ভেঙে সহায়তা পৌঁছাতে চাইছিলেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ফ্লোটিলার যাত্রীদের নিরাপদে ইসরায়েলে নিয়ে আসা হয়েছে এবং তাদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। সেই সঙ্গে গ্রেটা থুনবার্গসহ অন্যান্য যাত্রীদের ছবি এক্স-এ প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শাপলা প্রতীক নিয়ে নতুন মোড়

শাপলা প্রতীক নিয়ে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাম্প্রতিক ঘোষণার পর শাপলা প্রতীক নিয়ে আইনি কিংবা রাজনৈতিক কোনো বাধা আর... বিস্তারিত