ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

গবেষণাধর্মী গ্রন্থ নতুন প্রজন্মের চিন্তাকে বিকশিত করে: ধর্ম উপদেষ্টা

২০২৫ অক্টোবর ০২ ২২:৩৫:১৯

গবেষণাধর্মী গ্রন্থ নতুন প্রজন্মের চিন্তাকে বিকশিত করে: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানব সভ্যতার অগ্রযাত্রায় গবেষণালব্ধ বই হলো যুগের আলোকবর্তিকা। তিনি জোর দিয়ে বলেন, জ্ঞান অর্জন, বিকাশ ও প্রসারের অন্যতম মাধ্যম হলো গবেষণা, যা জ্ঞানের নতুন দিক উন্মোচন করে এবং জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্বগেটে ইসলামী বইমেলা প্রাঙ্গণে প্রফেসর ড. আহমদ আলী রচিত ‘আধুনিক চিন্তাধারা ও মতবাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা আরও উল্লেখ করেন, গবেষণাধর্মী গ্রন্থ নিছক কোনো বই নয়, বরং এটি এক অর্থে যুগের দর্পণ ও ভবিষ্যতের আলোকবর্তিকা। এই গ্রন্থগুলো অজানাকে জানাতে এবং বিদ্যমান জ্ঞানের পরিধিকে সম্প্রসারণ করে নতুন জ্ঞানকে বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দেয়, যা নতুন প্রজন্মের চিন্তাকে বিকশিত করতে সহায়তা করে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস ছালাম খান। বইটির রচয়িতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

স্বনামধন্য প্রকাশনা সংস্থা বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার দুই খণ্ডে বইটি প্রকাশ করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত