ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

আজ ট্রাম্পের প্রস্তাবে হামাসের উত্তর আসতে পারে

২০২৫ অক্টোবর ০২ ২০:৫৫:২১

আজ ট্রাম্পের প্রস্তাবে হামাসের উত্তর আসতে পারে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ বন্ধে গত সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফার যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) হামাস দিতে পারে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের সাড়া ইতিবাচক হওয়ার সম্ভাবনা থাকলেও, তারা প্রস্তাবের কিছু ধারায় পরিবর্তন চাইবে।

একটি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে যে, মধ্যস্থতাকারী আরব দেশগুলো ট্রাম্পের প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে ইতিবাচক আলোচনা চালাচ্ছে এবং হামাসের পক্ষ থেকে আজই জবাব আসতে পারে।

গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ট্রাম্প হামাসকে আল্টিমেটাম দিয়েছিলেন যে, জবাব দেওয়ার জন্য তাদের তিন থেকে চারদিন সময় দেওয়া হবে এবং প্রস্তাবে বড় কোনো পরিবর্তন আনা হবে না।

তবে সূত্রটি আরও জানিয়েছে যে, হামাসের জবাব ইতিবাচক হবে, কিন্তু তারা প্রস্তাবের কিছু ধারায় পরিবর্তন চাইবে, যেমনটি যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে প্রস্তাবের ধারায় পরিবর্তন এনেছিলেন। সূত্রটি আরও জানিয়েছে, হামাসের পক্ষে প্রস্তাবের পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারী দেশ কাতার আলোচনা চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে এক আরব কূটনীতিক টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, নেতানিয়াহু শেষ মুহূর্তে ট্রাম্পকে দিয়ে প্রস্তাবে পরিবর্তন আনায় কাতার ও মিসর ক্ষুব্ধ হয়েছে। নেতানিয়াহু গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিষয়টি ধীরগতি এবং সীমিত করতে সফল হয়েছেন, যা হামাস মানতে চায় না। তাদের দাবি, জিম্মিদের মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলি সেনাদের গাজা ছাড়তে হবে।

এছাড়া, নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার বিষয়টির সঙ্গে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারকে যুক্ত করেছেন। ট্রাম্পের ঘোষিত প্রস্তাবে বলা হয়েছে, হামাসের নিরস্ত্র হওয়ার ওপর ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নির্ভর করবে। কিন্তু হামাস জানিয়েছে, যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তারা অস্ত্র সমর্পণ করবে না।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত