ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
শান্তিপূর্ণ পূজায় আইজিপির কৃতজ্ঞতা
নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, জনগণের সম্প্রীতি এবং বাহিনীর পেশাদারিত্বের কারণে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় মোবাইল ফোনে বাংলানিউজের সঙ্গে আলাপকালে আইজিপি এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। কিছু স্থানে উসকানির চেষ্টা হলেও, আইন-শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।”
আইজিপি জানান, সরকারের সর্বোচ্চ পর্যায়ের মনিটরিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি সংস্থার আন্তরিক সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় তদারকি ও সমন্বয়ের ফলেই এ বছর দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপিত হয়েছে।
তিনি আরও বলেন, এবারের পূজায় নিরাপত্তা বাড়াতে একটি বিশেষ অ্যাপস ব্যবহার করা হয়, যার মাধ্যমে কোনো অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গেই তা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে পৌঁছে যেত।
আইজিপি বাহারুল আলম জানান, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর দুই লাখ সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া র্যাব, বিজিবি ও অন্যান্য যৌথবাহিনীও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছে।
প্রত্যেক পূজামণ্ডপে স্থানীয় পুলিশ কর্মকর্তারা পূজা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন। এমনকি দু-একটি মণ্ডপে অপরাধমূলক কিছু ঘটার আগেই পূজা কমিটি ও পুলিশ একযোগে তা প্রতিরোধ করে।
আইজিপি বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলোও সর্বোচ্চ সতর্কতায় ছিল এবং দেশের মানুষও পুলিশকে যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। সব মিলিয়ে, এবার ৭০ হাজারের বেশি পুলিশ সদস্য ২৪ ঘণ্টা নিরবিচারে কাজ করেছেন এই পূজাকে নির্বিঘ্ন রাখতে।
উল্লেখ্য, এবারের দুর্গোৎসব শুরু হয় গত ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এবং শেষ হয় ২ অক্টোবর বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মাধ্যমে।
২০২৫ সালে সারাদেশে মোট ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ৮৯৪টি বেশি। শুধু ঢাকা মহানগরীতেই পূজা হয়েছে ২৫৯টি মণ্ডপে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল