ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ফ্লোটিলায় হামলা: কলাম্বিয়ার কড়া পদক্ষেপ

২০২৫ অক্টোবর ০২ ১৬:০৩:০০

ফ্লোটিলায় হামলা: কলাম্বিয়ার কড়া পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক: সামুদ্রিক মানবিক ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানবহরের ১৩টি নৌযান ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটককে আন্তর্জাতিক অপরাধ হিসেবে ঘোষণা করেছেন কলাম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি একই সঙ্গে কলম্বিয়ার ইসরায়েলি দূতাবাসে কর্মরত সকল ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন এবং ইসরায়েলের সঙ্গে স্থগিত করেছেন মুক্ত বাণিজ্য চুক্তি।

আটক করা ১৩টি নৌযানে থাকা যাত্রী ও ক্রুর সংখ্যা ২০০-এরও বেশি। এর মধ্যে দুই জন কলম্বিয়ান নাগরিক ম্যানুয়েল বেদোয়া ও লুনা বারেতোও রয়েছেন। ইসরায়েলি নৌবাহিনী এই সকলকে বন্দরে রেখেছে। পেত্রো এই পদক্ষেপকে ইসরায়েলের একটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

কলাম্বিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, গাজার জলসীমা থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে নৌযানবহরকে আটক করা হয়েছে। পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান এবং যাত্রীদের আটক করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরও একটি আন্তর্জাতিক অপরাধ করেছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে কলম্বিয়া ইসরায়েলের দূতাবাসে থাকা সব রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লেবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা—এই চার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার ঐক্যমঞ্চ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও ওষুধে পূর্ণ ৪৩টি নৌযানের বহর নিয়ে গাজার উদ্দেশে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক বর্ণবাদবিরোধী নেতা ও প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা এবং তুরস্ক, যুক্তরাষ্ট্র, ব্রাজিলসহ ৪৪টি দেশের ৫০০ জন নাগরিক। এই নাগরিকদের কেউ পার্লামেন্টারিয়ান, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক আন্দোলনকর্মী এবং কেউ বা স্বেচ্ছাসেবী।

গাজার উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে নৌবহরকে ঘিরে ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ১৩টি নৌযান আটক করে। আটক নৌযানগুলোর মধ্যে স্পেক্টার, অ্যালমা, সাইরাস, হুগা, মালি প্রভৃতি নাম জানা গেছে।

একে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত