ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

পর্তুগালে প্রবাসী-পরিবার আনা নিয়ে নতুন আইন অনুমোদন

২০২৫ অক্টোবর ০১ ১৮:২৭:২৩

পর্তুগালে প্রবাসী-পরিবার আনা নিয়ে নতুন আইন অনুমোদন

পর্তুগালের সংসদ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংখ্যাগরিষ্ঠ ডানপন্থী সদস্যদের সমর্থনে নতুনভাবে অভিবাসন আইন অনুমোদন করেছে। এই আইনটি গত জুলাইতে সাংবিধানিক আদালত এবং রাষ্ট্রপতি কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল। পুনঃসমীক্ষার পর সংসদ এ আইনকে আংশিক সংশোধন করে অনুমোদন দিয়েছে।

নতুন আইনে জনপ্রিয় জব সার্চ ভিসা বাতিল করা হয়েছে। তবে এটি উচ্চ যোগ্যতাসম্পন্ন ভিসা হিসেবে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ, শুধুমাত্র উচ্চ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। কোন বিষয়গুলোকে উচ্চ যোগ্যতাসম্পন্ন ধরা হবে, তা সরকারের পক্ষ থেকে নির্ধারিত হবে।

পারিবারিক পুনর্মিলন ভিসার ক্ষেত্রে কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে। নিয়মিত হওয়ার পর বা রেসিডেন্ট কার্ড পাওয়ার পর পরিবার আনতে হলে–

১) বৈবাহিক সম্পর্ক না থাকলে আবেদনকারীকে দুই বছর অপেক্ষা করতে হবে।

২) বৈবাহিক সম্পর্ক থাকলে এক বছর পর আবেদন সম্ভব।

৩) অপ্রাপ্তবয়স্ক সন্তান বা অন্যান্য নির্ভরশীল (ডিপেন্ডেন্ট) থাকলে সঙ্গে সঙ্গে আবেদন করা যাবে।

এছাড়া আবেদনকারীর নামে আবাসন এবং যথাযথ আয় থাকতে হবে। তবে গোল্ডেন ভিসা বা উচ্চ যোগ্যতাসম্পন্ন অভিবাসীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর নাগরিকদের জন্য স্বাভাবিক নিয়মে রেসিডেন্ট কার্ড পাওয়া সহজ হবে না। নিয়মিত থাকার বা কাজ করার জন্য অবশ্যই পর্তুগিজ কনসুলার থেকে রেসিডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা গ্রহণ করে দেশটিতে প্রবেশ করতে হবে।

পর্তুগালের অভিবাসী সংগঠন সলিডারিয়েডাড ইমিগ্রান্টের সভাপতি টিমোটিও মাসেডো নতুন আইন সমালোচনা করে বলেন, এ আইন দেশের উন্নয়নের জন্য ক্ষতিকর। এটি ধনী ও উচ্চপদস্থ অভিবাসীদের সুবিধা নিশ্চিত করবে, কিন্তু দরিদ্র ও সাধারণ অভিবাসীদের অধিকার ক্ষুণ্ন করবে।

নতুন আইনটি নিয়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। আনোয়ার খান আজাদ জানান, পরিবার পুনর্মিলনের ক্ষেত্রে নতুন কঠোর শর্ত ও দীর্ঘ সময়সীমার কারণে প্রবাসীদের পারিবারিক জীবন জটিল হয়ে উঠতে পারে। সরকারের উচিত এই প্রক্রিয়ায় সহনশীলতা বৃদ্ধি করা।

উল্লেখ্য, জুলাই মাসে সংসদে অনুমোদিত আইনটি পরবর্তীতে সাংবিধানিক আদালত অঙ্গীকারবিহীন ঘোষণা করলে রাষ্ট্রপতি ভেটো দেন। এরপর আইনটি পুনঃসমীক্ষা করে সংসদে পুনরায় উপস্থাপন করা হয় এবং ২৩০টি আসনের মধ্যে ১৬০ জন সদস্যের সমর্থনে অনুমোদিত হয়। এখন রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদন দিলে এটি কার্যকর হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত