ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বিজিবির নজরে সারাদেশের পূজামণ্ডপ: মহাপরিচালক

২০২৫ অক্টোবর ০১ ১৫:৩৭:২১

বিজিবির নজরে সারাদেশের পূজামণ্ডপ: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, দেশের সীমান্তবর্তী এলাকার ২ হাজারের বেশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাজধানী ও সারাদেশের বড় পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্বেও কাজ করছে বিজিবি।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব। এটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিজিবি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে।

বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

পরিদর্শনের সময় তিনি মন্দির কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে মতবিনিময় করেন। তিনি আশাবাদ প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা আগামী দিনগুলোতেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

বিজিবি জানায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২ হাজার ৮৭০টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে। এর মধ্যে সীমান্তবর্তী এলাকায় রয়েছে ১ হাজার ৪১৭টি পূজামণ্ডপ, এবং সীমান্তের বাইরে ১ হাজার ৪৫৩টি।

পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি সীমান্তে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

একে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

বিশ্ববাজারে আবারও বাড়লো সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। মার্কিন ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন... বিস্তারিত