ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

প্রধান উপদেষ্টাকে 'অসুর' দেখানোয় ভারতের তীব্র সমালোচনা প্রিন্সের

২০২৫ অক্টোবর ০১ ০২:০৮:০৯

প্রধান উপদেষ্টাকে 'অসুর' দেখানোয় ভারতের তীব্র সমালোচনা প্রিন্সের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভারতের পশ্চিমবঙ্গে একটি পূজা মণ্ডপে নোবেল বিজয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে 'অসুর' বা রাক্ষস হিসেবে চিত্রিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি এটিকে ভারতের 'জঘন্য মানসিকতার পরিচয়' হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে এর মাধ্যমে আসলে বাংলাদেশকেই 'অসুর' হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া প্রাইমারী বিদ্যালয়ে ৬নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রে এ ধরনের উপস্থাপনা গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরোধিতার শামিল।

প্রিন্স জোর দিয়ে বলেন, পূজা কোনো রাজনীতি, তামাশা বা প্রতিপক্ষকে ঘায়েল করার বিষয় নয়। পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি ভক্ত ও পূজারীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং বলেন যে বিএনপি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশির দল। তিনি প্রতিশ্রুতি দেন যে বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মাবলম্বী মানুষের সুখ, শান্তি, নিরাপত্তা, ধর্ম-কর্ম পালনের স্বাধীনতা এবং মূল্যবোধ ও সংস্কৃতি চর্চার অধিকার সুরক্ষিত করবে।

সম্মেলনে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিকসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত