ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

রোহিঙ্গাদের জন্য ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

২০২৫ অক্টোবর ০১ ০১:০৭:২৭

রোহিঙ্গাদের জন্য ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রিত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ২৭ মিলিয়ন পাউন্ডের নতুন মানবিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এই ঘোষণা দেন। মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর দুর্দশা নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের সময় এই অর্থায়নের ঘোষণাটি এলো।

এই তহবিল শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়কে খাদ্য, আশ্রয়, পরিষ্কার পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী পরিষেবা সরবরাহ করবে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই সহায়তা বিশ্বস্ত অংশীদারদের মাধ্যমে বিতরণ করা হবে, যাতে এটি যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে পৌঁছানো নিশ্চিত হয়।

বর্তমানে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এই নতুন অর্থায়নের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার নারী ও মেয়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা সরবরাহ করা হবে এবং যৌন, শারীরিক ও মানসিক ক্ষতি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সহায়তা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, যুক্তরাজ্যের এই নতুন সহায়তা বাংলাদেশের ৫ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রয়োজনীয় খাদ্য, আশ্রয়, বিশুদ্ধ পানি এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা দেবে এবং বাংলাদেশি আশ্রয়দাতা জনগোষ্ঠীকেও সহায়তা করবে। তিনি আরও জানান, সহিংসতায় বাস্তুচ্যুতরা যাতে তাদের প্রাপ্য সমর্থন, সুরক্ষা, মর্যাদা এবং সুযোগ পায় তা নিশ্চিত করতে যুক্তরাজ্য নিরলসভাবে কাজ করে যাবে।

উল্লেখ্য, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্তরাজ্য দীর্ঘমেয়াদী অবদানকারী দেশ। এই অতিরিক্ত তহবিলসহ ২০১৭ সাল থেকে যুক্তরাজ্য ৪৪৭ মিলিয়ন পাউন্ডেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত