ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২
তিন নির্বাচনের অনিয়ম যাচাইয়ে সম্প্রসারিত হলো তদন্ত কমিশন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ওঠা বিতর্ক ও অভিযোগ যাচাই-বাছাই এবং ভবিষ্যতে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনে নতুন তিনজন নির্বাচন কমিশন কর্মকর্তাকে সংযুক্ত করেছে ইসি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে, যা স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সহকারী সচিব নাজমুল কবীর।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, The Commissions of Inquiry Act, 1956-এর নিয়ম অনুযায়ী উপ-সচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন এবং মো. হেলাল উদ্দিন খানকে কমিশনে সংযুক্ত করা হয়েছে। এর আগে ১৩ আগস্টের প্রাথমিক প্রস্তাবে চারজন কর্মকর্তা নাম পাঠানো হয়েছিল, তবে চূড়ান্ত তালিকায় তাদের পরিবর্তে এই তিনজনকে অন্তর্ভুক্ত করা হলো।
তদন্ত কমিশনটি মূলত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়কার বিতর্ক ও অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব পাবে। পাশাপাশি কমিশন ভবিষ্যতে যাতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা যায়, সে বিষয়ে সুপারিশ দেবে।
২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে আওয়ামী লীগ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয় লাভ করেছিলেন। বিএনপিসহ বেশিরভাগ বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় নির্বাচন তীব্র বিতর্কের জন্ম দেয়। ওই সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী রকিবউদ্দীন আহমদ।
এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও কারচুপির অভিযোগ ওঠে। বিরোধীরা দাবি করেন, ভোটগ্রহণের আগেই রাতের বেলায় অনেক কেন্দ্রে ভোট দেওয়া হয়েছে। বিএনপিসহ বিরোধী জোট মাত্র সাতটি আসনে জয় পায়। নির্বাচনের সময় সিইসি ছিলেন কেএম নূরুল হুদা।
সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল ভোট বর্জন করে। অনেক আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিরোধীদের জন্য আসন ছেড়ে দেয়। ভোটার উপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী হাবিবুল আউয়াল।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: টি-২০ ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: দ্বিতীয়ার্ধের খেলা শুরু-দেখুন ফলাফল-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া: ফুটবল ম্যাচটি সরাসরি দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড T20 ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টি-২০ ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)