ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

‘দেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআরের মাধ্যমে নির্বাচন চায়’

২০২৫ সেপ্টেম্বর ২৯ ২০:২৮:২৬

‘দেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআরের মাধ্যমে নির্বাচন চায়’

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানিয়েছেন, দেশের সিংহভাগ রাজনৈতিক দলই পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায়, তবে কিছু স্বার্থান্বেষী মহল এখনও বিরোধিতা করছে। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, জনগণের কাছে সরাসরি মতামত নেওয়া হোক তারা কোন পদ্ধতিতে নির্বাচন চায়। তিনি সুশাসনের জন্য নাগরিক (সুজন) পরিচালিত এক জরিপের উল্লেখ করে বলেন, ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজন করা গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান।

ফয়জুল করীম বলেন, পিআর পদ্ধতি চালু হলে একটি সুষম ও প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হবে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি কার্যকর রয়েছে এবং নতুন নতুন দেশও এদিকে ঝুঁকছে। তিনি আরো বলেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় বহু শিক্ষার্থী জীবন হারিয়েছে, পঙ্গু হয়েছে এবং চোখ হারিয়েছে, যা একটি সুন্দর দেশ গঠনের আকাঙ্ক্ষার জন্য। প্রচলিত নির্বাচন পদ্ধতি কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তি ও ভোট জালিয়াতির সুযোগ তৈরি করে, যা দেশের সম্পদ বিদেশে পাচার এবং চাঁদাবাজি বৃদ্ধি করে। তাই এই পদ্ধতি আর বাংলার মাটিতে দেখতে চান না তিনি।

ফয়জুল করীম অন্তর্বর্তী সরকারের প্রতি কিছু মূল দাবি জানান নির্বাচন ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে হবে, হত্যাকাণ্ডকারীদের দৃশ্যমান বিচার করতে হবে এবং সর্বশেষে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানের পর জনগণ একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। স্বাধীনতার পর ক্ষমতায় যারা ছিলেন, তারা জনগণকে হতাশ করেছে। নতুন বাংলাদেশে যেন কোনো নির্বাচিত স্বৈরাচারী, দুর্নীতিবাজ বা সন্ত্রাসী ক্ষমতা হাতিয়ে নিতে না পারে, এজন্য মৌলিক রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের প্রতিটি ভোটের গুরুত্ব প্রতিফলিত করতে এবং ফ্যাসিজমের পুনরাবৃত্তি রোধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, ইসলামী যুবি আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈমুল ইসলাম। এছাড়া জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত