ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

মধ্যপ্রাচ্যে বড় ধরনের চুক্তির আভাস ট্রাম্পের

২০২৫ সেপ্টেম্বর ২৮ ২১:১৩:২২

মধ্যপ্রাচ্যে বড় ধরনের চুক্তির আভাস ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটাতে শিগগিরই বড় ধরনের চুক্তির আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আসন্ন হোয়াইট হাউস সফরের ঠিক আগে রোববার (২৮ সেপ্টেম্বর) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, “সবাই বিশেষ কিছুর জন্য প্রস্তুত।”

ট্রাম্প লিখেছেন, “আমাদের সামনে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের একটি বাস্তব সুযোগ এসেছে। সবাই প্রথমবারের মতো একটি বিশেষ কিছুর জন্য একমত হয়েছে। আমরা এটি সফলভাবে সম্পন্ন করব।” এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গাজা নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো গেছে বলে তার মনে হচ্ছে।

অন্যদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা ঠেকানো হবে এবং হামাসের বিরুদ্ধে লড়াই শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এর মাত্র কয়েকদিন আগেই ব্রিটেন, ফ্রান্সসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আগামী সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক। একই সঙ্গে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে অন্তত ২৫ জন ইতোমধ্যে মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৬৫ হাজার ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং কয়েক লক্ষ মানুষ আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই তথ্যকে নির্ভরযোগ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত