ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

আসলে কী ঘটেছিল থালাপতি বিজয়ের সমাবেশে?

২০২৫ সেপ্টেম্বর ২৮ ২১:১০:৩৫

আসলে কী ঘটেছিল থালাপতি বিজয়ের সমাবেশে?

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ভিড়, প্রচণ্ড গরম এবং খাবার ও পানির তীব্র সংকটের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুর্গাদেবী নামের একজন প্রত্যক্ষদর্শী বিবিসি তামিলকে বলেন, "সমাবেশে সকাল থেকে যারা এসেছিলেন, কেউ ফিরে যাননি। আমি ওই মানুষের ভিড়ে আটকে পড়েছিলাম, পরে কয়েকজন তরুণের সাহায্যে অনেক কষ্টে বের হতে পেরেছি।" তিনি জানান, বাচ্চারাও অজ্ঞান হয়ে যাচ্ছিলো। পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করেছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভেলুচামিপুরমের বাসিন্দা দুর্গাদেবী জানান, সকাল থেকে আসা মানুষের জন্য কোনো খাবার বা পানির ব্যবস্থা ছিল না। সমাবেশের প্রচারণার কারণে স্থানীয় দোকানপাটও বন্ধ ছিল। ফলে, দুপুর থেকেই অনেকে, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। থালাপতি বিজয়ের সমাবেশে আসার কথা ছিল দুপুর ১২টায়, কিন্তু তিনি আসেন সন্ধ্যায়। তাকে একনজর দেখার জন্য সকাল থেকে হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন, যা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় এতটাই বেশি ছিল যে, সন্ধ্যা নাগাদ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। লক্ষ্মী নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভিড় বাড়তে থাকলে কেউই আর সামলাতে পারছিলেন না এবং অনেক বাচ্চাকে তিনি অজ্ঞান হয়ে যেতে দেখেছেন। থালাপতি দুপুর ১২টা থেকে সমাবেশের অনুমতি পেলেও তিনি মঞ্চে আসেন সন্ধ্যার সময়। এই দীর্ঘ অপেক্ষার কারণে জনস্রোত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং তিনি মঞ্চে উঠলে সবাই একসাথে সামনে এগিয়ে যেতে শুরু করে, যার ফলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তামিলনাড়ুর ডিএমকে পার্টির মুখপাত্র সারাভানান বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টরি কাজাগামের অব্যবস্থাপনাকে এই ঘটনার জন্য দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, দলটি পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং দুপুর সাড়ে তিনটা পর্যন্ত সমাবেশের অনুমতি থাকলেও বিজয় সন্ধ্যার পর বক্তৃতা শুরু করেন। পদদলিত হওয়ার ঘটনায় টিএমকের সভাপতি থালাপতি বিজয় ও সাধারণ সম্পাদক এন আনন্দসহ চারজনের বিরুদ্ধে তামিলনাড়ু পুলিশ মামলা করেছে। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, তদন্ত কমিটি গঠনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

থালাপতি বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তামিল ভাষায় 'থালাপাতি' অর্থ কমান্ডার। তিনি তামিল এবং হিন্দি চলচ্চিত্র দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। গত বছর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি তামিলাগা ভেট্টরি কাজাগাম বা টিএমকে গঠন করেন এবং অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপরও ভক্তদের মাঝে তার তুমুল জনপ্রিয়তা রয়েছে, যা শনিবারের সমাবেশে লাখ লাখ সমর্থকের উপস্থিতি প্রমাণ করে।

রাজ্য সরকার নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, বিজয় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিহতদের পরিবারকে ২০ লাখ এবং আহতদের ২ লাখ রুপি করে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত