ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
“দেশকে অস্থিতিশীল করতে চায় কালো শক্তি”
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সতর্ক করেছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘায়িত করার চেষ্টা মূলত কিছু স্বার্থপর মহলের কাজ। রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা নির্বাচনের সময় জটিলতা তৈরি করতে নতুন দাবি তুলে আসছেন, তারা মূলত বোকার স্বর্গে বসবাস করছেন।”
দুদু আরও বলেন, “দেশের কিছু কালো শক্তি বিদেশ থেকে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। তারা গণতন্ত্রকে বিপন্ন করার জন্য বিচ্ছিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশে শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি। এই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট ও সরকার গঠন করতে হবে। ক্ষমতার পালাবদলের একমাত্র গ্রহণযোগ্য পথ হলো নির্বাচন।”
বিএনপির সিনিয়র নেতা বলেন, “জাতীয়তাবাদ ছাড়া দেশের কোনো বিকল্প নেই। ১৬ বছর ধরে এই জাতি সংগ্রাম করে এসেছে অধিকার আদায়ের জন্য। সেই অধিকার ফিরে পেতে একমাত্র পথ হলো নির্বাচন। যারা ভিন্নমত পোষণ করে, তারা নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করুন।”
তিনি সরকারকে আশ্বাস দিয়েছেন, “গণতন্ত্রের প্রশ্নে আমরা সমর্থন দিয়ে এসেছি। আশা করি স্বল্প সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”
শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি কেউ মনে করে, জনগণের সম্মতিমুক্ত কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে, তাহলে তা কখনো গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্রে জনগণের মতামতই চূড়ান্ত।”
তিনি পার্শ্ববর্তী দেশ নিয়ে বিভ্রান্তিকর ধারণা উড়িয়ে দিয়ে বলেন, “বাংলাদেশিরা বীর জাতি। কেউ এই জাতিকে দমন করতে পারবে না। দেশের মানুষ কখনো কারও কাছে মাথানত করবে না।”
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম ও লেখক ফোরামের অন্যান্য নেতা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক