ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২
মাদরাসা শিক্ষায় নতুন যুগের সূচনা
নিজস্ব প্রতিবেদক:দেশের দাখিল ও আলিম স্তরের মাদরাসাগুলোতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী শিক্ষাবর্ষ থেকেই নবম শ্রেণি থেকে নতুন এই বিভাগ খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে বিভাগ খোলার জন্য আবেদন করতে হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী সপ্তাহে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেন, একসময় মাদরাসা শিক্ষা ছিল একমুখী—শুধু মানবিক বিভাগে সীমাবদ্ধ। পরবর্তীতে বিজ্ঞান বিভাগ চালুর ফলে শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে দেশ-বিদেশে কাজ করছে। সেই ধারাবাহিকতায় এবার ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে, পাঠ্যবইও ইতোমধ্যে প্রস্তুত।
বোর্ড সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের কর্মমুখী ও কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে তারা শুধু ধর্মীয় বা সাধারণ শিক্ষায় সীমাবদ্ধ না থেকে ব্যবসায় শিক্ষায়ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হলে শিক্ষার্থীরা হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, বিপণনসহ নানা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারবে। পরবর্তীতে ব্যাংক, বীমা, করপোরেট খাত কিংবা উদ্যোক্তা হিসেবে কাজ করার সুযোগ তৈরি হবে।
বোর্ড জানিয়েছে, প্রথমে কিছু নির্বাচিত মাদরাসায় পরীক্ষামূলকভাবে এই বিভাগ চালু করা হবে। সফলতা অনুযায়ী ধীরে ধীরে দেশের অন্যান্য মাদরাসায় এটি সম্প্রসারিত করা হবে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, মাদরাসা শিক্ষার আধুনিকায়নের পথে এটি হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থীদের কর্মক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং আত্মনির্ভরতার সুযোগ বাড়বে। বোর্ড জানিয়েছে, উদ্যোগ সফল করতে শিক্ষক প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নের কাজও এগিয়ে চলছে।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড-দেখুন (LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)