ঢাকা, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২
বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ ৩১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর কারুর জেলার থালাপতি বিজয়ের সমাবেশে ভয়াবহ হুড়োহুড়ি ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ওই ঘটনায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান এ তথ্য জানিয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ১৪ জন নারী এবং ৪ জন শিশু। স্থানীয় হাসপাতাল সূত্রে এনডিটিভি জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও অন্তত ৪০০ জনকে আনা হচ্ছে। কারুর জেলার সিনিয়র পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসির্ভাথম বলেছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই হাজার হাজার সমর্থক সমাবেশস্থলে ভিড় করেছিলেন। তাঁরা বিজয়ের জন্য প্রায় ছয় ঘণ্টা অপেক্ষা করেন। কিন্তু বিজয় দেরিতে পৌঁছালে ভিড়ের চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিজয় বক্তব্য দিচ্ছিলেন, তখনই অতিরিক্ত ভিড় এবং তাপদাহে অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন। এই সময় তিনি হঠাৎ বক্তব্য থামিয়ে বাস থেকে বোতল ছুড়ে পানি বিলিয়ে দেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়ির কারণে অনেকেই পায়ের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সমাবেশে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। ফলে অ্যাম্বুলেন্সগুলো ঘটনাস্থলে পৌঁছাতে অসুবিধা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলেও অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত কারুরে পৌঁছে যান। জেলার সচিব ভি সেন্টিলবালাজি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ পান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন থেকে। এক্সে দেওয়া বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে ভর্তি প্রত্যেককে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ঘটনার পর বিজয়ের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে এবং তাঁর গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সমর্থকের প্রাণহানির এই ঘটনা বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন বিতর্কের মুখে ঠেলে দিয়েছে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- কিছুক্ষণ পর আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- ব্রাজিল বনাম সেনেগাল: সম্ভাব্য একাদশ, কখন, কোথায়-সময়সূচি