ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

কিছু রাজনৈতিক দল-মিডিয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সালাহউদ্দিন

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৮:৫১:৪৮

কিছু রাজনৈতিক দল-মিডিয়া নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের কিছু রাজনৈতিক দল ও কিছু মিডিয়া নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। তবে তিনি আশাবাদী, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এসব ষড়যন্ত্র রুখে দেবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে, যার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানান, দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত এবং ভোটের মাধ্যমে তাদের অধিকার প্রয়োগ করতে আগ্রহী। বিশেষভাবে তরুণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের প্রথম ভোট ধানের শীষ প্রতীককে দেওয়া হোক।

তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দেশব্যাপী লুটপাট, দুর্নীতি, ভোটচুরি এবং গণতন্ত্র হরণের ইতিহাস রয়েছে। যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত যেমন গুম, হত্যা ও হত্যাকাণ্ড বিএনপি তাদের বিচার নিশ্চিত করবে।

বিএনপির এই নেতা বলেন, দল ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এই পদক্ষেপগুলো সফলভাবে বাস্তবায়িত হলে মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে তার বিশ্বাস।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত