ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

নাইজেরিয়ায় স্বর্ণখনি ধসে শতাধিক শ্রমিক নিহতের শঙ্কা

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১১:৪৬:১৮

নাইজেরিয়ায় স্বর্ণখনি ধসে শতাধিক শ্রমিক নিহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণখনিতে ভয়াবহ দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার ওই খনিতে ধস নামার ঘটনায় অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনার পর থেকে এখনো চলছে উদ্ধার অভিযান।

প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। ধস নামার সময় খনিটির ভেতরে শত শত শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ করে মাটি ও পাথর ধসে পড়লে বহু শ্রমিক ভেতরে আটকে যান।

উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে প্রথমে পৌঁছান। উদ্ধারকারী দলের সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে বলেন, “এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করেছি। এখনো অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।”

ধসে পড়া খনি থেকে বেঁচে আসা ইসা সানি নামের এক শ্রমিক জানান, “আমরা যারা জীবিত ফিরেছি, তারা ভাগ্যবান। শতাধিক শ্রমিক এখনো ভেতরে চাপা পড়ে আছেন।”

রয়টার্স জামফারা রাজ্য পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় খনি শ্রমিকদের সংগঠনের নেতা মুহাম্মাদু ইসা জানান, খনিটিতে শ্রমিকদের সুরক্ষার কোনো ব্যবস্থাই ছিল না।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত